২৮ ও ২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘট, বন্ধ থাকবে ব্যাঙ্কও
1 min read২৮ ও ২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘট, বন্ধ থাকবে ব্যাঙ্কও
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির একটি যৌথ ফোরাম শ্রমিক-কৃষক এবং সাধারণ জনগনকে প্রভাবিত করে এমন সরকারি নীতির প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল ২৮ ও ২৯ মার্চ। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ প্ল্যাটফর্মের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল।এরপরই শ্রমিক বিরোধীদের বিরুদ্ধে ২৮ ও ২৯ তারিখ দু’দিনের সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।এদিকে অপরিহার্য পরিষেবা রক্ষণাবেক্ষণ আইনের আসন্ন হুমকি সত্ত্বেও, সড়ক-পরিবহন এবং বৈদ্যুতিক কর্মীরা ধর্মঘটে তাদের সমর্থন জানিয়েছে।
মূলত কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে বিদ্যুত্ খাতের কর্মীরা অংশ নেবেন ধর্মঘটে। পাশাপাশি একটি বিবৃতি অনুসারে, ব্যাঙ্কিং ও বিমা ও আর্থিক খাতগুলিও ধর্মঘটে অংশ নেবে। মূলত ইউনিয়নগুলি কয়লা ইস্পাত, টেলিকম, আয়কর ব্যাঙ্ক এবং বিমা সংস্থাগুলোতে ধর্মঘটের নোটিশ পাঠিয়েছে।বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, রেলওয়ে এবং প্রতিরক্ষা খাতে ইউনিটগুলো শত শত জায়গায় ধর্মঘটের পরিকল্পনা করছে। মূলত বৈঠকে সদস্যরা আলোচনায় সেরেছেন কিভাবে কেন্দ্রের বিজেপি সরকার সাম্প্রতিক রাজ্য নির্বাচনের ফলাফল দ্বারা শ্রমিক শ্রেণীর ওপর তীব্র আক্রমণ করছে এবং EPF সুদের হার নামিয়ে এনেছে। পাশাপাশি পেট্রোল, ডিজেল, কেরোসিন, সিএনজির দাম যে বেড়েছে এবং মুদ্রাস্ফীতির খারাপ অবস্থার ও শেয়ারবাজারে বিপর্যয়ের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।দেখতে গেলে সাম্প্রতিককালে ঘটে চলা সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এই এই দুদিন দেশব্যাপী বন্ধের ডাক দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে এই সমস্ত কিছুর নিন্দা করা হয়েছে এবং মার্চের ২৮ তারিখ এবং ২৯ তারিখ ‘গ্রামীণ বন্ধের’ জন্য সমর্থন জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির বিরোধিতা করার জন্য, রাজ্য স্তরের ইউনিয়নগুলোকে ধর্মঘটে যোগ দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সেক্টরাল ফেডারেশন সহ অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্ম বলেছে, সমাজের সমস্ত অংশকে এই ধর্মঘটে আমন্ত্রণ জানানো হয়েছে।সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, স্ব-কর্মসংস্থান মহিলা সমিতি, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার সহ আরও নানা ইউনিয়নকে ধর্মঘটে শরিক হওয়ার কথা বলা হয়েছে।