December 26, 2024

তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মমতার, ঠিক করে ‘কেস সাজাতে’ বললেন মুখ্যমন্ত্রী

1 min read

তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মমতার, ঠিক করে ‘কেস সাজাতে’ বললেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটের বগটুইয়ে (Bagtui) পৌঁছেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মানুষগুলোকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।তার পর তিনি জানান, এখানকার ব্লক তৃণমূল নেতা আনারুল ঘটনার আগাম খবর পেয়েও পুলিশকে খবর দেয়নি। সে তার দায়িত্ব পালন করেনি। আমি আনারুলকে আত্মসমর্পণ করতে বলছি। পুলিশ তাকে গ্রেফতার করুক। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি আপনার বাড়ির লোক মারা গেছে, কিন্তু আমার হৃদয় মারা গেছে।’ এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এখানকার (Bagtui) এসডিপিও যিনি ছিলেন তিনিও ঠিক ভাবে দায়িত্ব পালন করেননি। ভাদু খুন হল। তার পর তো এসডিপিও-র সতর্ক থাকা উচিত ছিল। এলাকার যে আইসি রয়েছেন, তাঁরও তো সতর্ক থাকা উচিত ছিল।
কারণ, এখানে আরও খুনখারাপি আগে হয়েছে। তাঁরা ঠিক মতো দায়িত্ব পালন করেননি। তাই এই ঘটনা ঘটেছে। তাঁরা দায় এড়াতে পারেন না। তাই তাঁদের ক্লোজ করা হয়েছে।’ এ কথা বলার পরই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেস ঠিক মতো সাজাতে হবে। এর আগে এখানে খুন হয়েছিল। কিন্তু কেস ঠিকমতো না সাজানোর হাইকোর্টে ছাড়া পেয়ে গেছে। তা হতে দেওয়া চলবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য (Bagtui) এদিন ক্ষতিপূরণও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি বলেন, ‘যে দশটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি বানানোর জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।’ তবে ক্ষতিগ্রস্তদের দাবি শুনে মুখ্যমন্ত্রী সেই ক্ষতিপূরণের অঙ্ক দ্বিগুণ করে দিতে বলেন। সেই সঙ্গে যে পরিবারের লোকজন মারা গিয়েছে তাঁদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন, আমি একটা ঘোষণা করতে চলেছি। আমি জানি, কারও জীবন চলে গেলে চাকরি দিয়ে বা অর্থ দিয়ে তা পূরণ করা যায় না। কিন্তু জীবন তো কাটাতে হবে। তাই নিহতদের পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। মুখ্যমন্ত্রীর বিশেষাধিকার প্রয়োগ করে চাকরি দেওয়া হবে (Bagtui)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *