December 24, 2024

রবিবার উত্তর দিনাজপুর জেলার তিনটি পৌরসভার মোট ১১৭৯৯৮ জন ভোটার মোট ৫০ টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে চলছে।

1 min read

রবিবার উত্তর দিনাজপুর জেলার তিনটি পৌরসভার মোট ১১৭৯৯৮ জন ভোটার মোট ৫০ টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে চলছে।

তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর আগামী রবিবার উত্তর দিনাজপুর জেলার তিনটি পৌরসভার মোট ১১৭৯৯৮ জন ভোটার মোট ৫০ টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে চলছে। প্রচার শেষ হয়েছে আজ। প্রশাসনের তরফে এখন চূড়ান্ত ভোট গ্রহণের প্রস্তুতি চলছে জোর কদমে। জানা যায় কালিয়াগঞ্জ এর ১৭টি ওয়ার্ড এ মোট ভোটার ৪৪৩০৩জন।

এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২১৯১৬জন মহিলা ভোটার আছে ২২৩৭৬জন।১১ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার অন্যদিকে ডালখোলা র ১৬ টি ওয়ার্ড এ মোট ভোটার ২৯৪৯৩জন।এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৫১৬৫জন মহিলা ভোটার রয়েছেন ১৪৩২৩জন।তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে5জন।ইসলামপুরের ১৭টি ওয়ার্ড এ মোট ভোটার ৪৪২০২জন ।এর মধ্যে পুরুষ ভোটার ২২২৫৭জন মহিলা ভোটার ২১৯৪৪জন।একজন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। জেলায় মোট তিনটি পৌরসভায় ১৪৬টি ভোট গ্রহন কেন্দ্র রয়েছে। এর মধ্যে কালিয়াগঞ্জ এ রয়েছে ৫৬টি বুথ ডালখোলা য় রয়েছে ৩৭টি বুথ ও ইসলামপুরে রয়েছে ৫৩ টি বুথ।এদিকে ভোট গ্রহন কে শান্তিপূর্ণ করতে জোরদার করা হয়েছে তিনটি পৌরসভা এলাকাতেই পুলিশের জোরদার টহলদারি। বিভিন্ন জায়গায় করা হয়েছে নাকা চেকিংয়ের ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *