December 26, 2024

কালিয়াগঞ্জের পৌর ভোটের প্রচারে আসছেন মহানাগরিক ফিরহাদ হাকিম

1 min read

কালিয়াগঞ্জের পৌর ভোটের প্রচারে আসছেন মহানাগরিক ফিরহাদ হাকিম

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪ ফেব্রুয়ারি:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর ভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন কলকাতার মহা নাগরিক তথা পরিবহন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম।তৃণমূলের জেলা সভাপতি সূত্রের খবর আগামী বুধবার কালিয়াগঞ্জের শিমুলতলা ময়দানে তৃণমূলের প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে আসছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম।কালিয়াগঞ্জের পৌর ভোটের প্রচারে আসার খবরে তৃণমূল দলের নেতৃত্ব ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা।

ফিরহাদ হাকিমের জনসভায় থাকবেন কালিয়াগঞ্জের ১৭ টি ওয়ার্ডের তৃণমূলের প্রার্থীগণ তথা কালিয়াগঞ্জ সহ জেলার তৃণমূল নেতৃত্বগন। রবিবার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুজিত সরকারের সমর্থনের একটি প্রচার সভায় বক্তব্য রাখেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের পৌর পিতা সন্দ্বীপ বিশ্বাস,রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ,জেলা পরিষদ সদস দধিমোহন দেবশর্মা,প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ,জেলা তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,শহর তৃণমূল নেত্রী রুনা সাহা এবং তৃণমূল নেতা বাপ্পা সরকার।আগামী ২৭ শে ফেব্রুযারি কালিয়াগঞ্জের পৌর ভোটকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নিয়ে ভোটের লড়াইয়ের ময়দানে নামার কারনে কালিয়াগঞ্জ পৌর শহরের মানুষ ভোট উৎসবে মেতে ঊঠেছে।এদিকে বিজেপি সূত্রের খবর বিজেপির পক্ষ থেকে কালিয়াগঞ্জে ভোটের প্রচারে আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার  এর । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *