December 26, 2024

কালিয়াগঞ্জের পৌর ভোটের প্রচারে নামলেন সাংসদ দেবশ্রী

1 min read

কালিয়াগঞ্জের পৌর ভোটের প্রচারে নামলেন সাংসদ দেবশ্রী

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪ ফেব্রুয়ারি: আগামী ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৭টি পৌর সভার নির্বাচন হতে চলেছে।শান্তিপূর্ন ভাবে নির্বাচন হলে কালিয়াগঞ্জ পৌর সভার দায়িত্ব বিজেপির হাতে তুলে দেবেন কালিয়াগঞ্জের শান্তিপ্রিয় নাগরিকগণ।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হনুমান ভবনে একটি সভায় এই কথাগুলো বলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।তিনি বলেন এই রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন বলে কোন দপ্তর আছে বলে মনেই হয়না।

রাজ্যের কলকাতা করপোরেশন থেকে শুরু করে সম্প্রতি চারটি করপোরেশনের ভোট যে ভাবে হল তা গণতন্ত্রের লজ্জা।এটাই কি গণতন্ত্রের চেহারা?কালিয়াগঞ্জ পৌর সভা নির্বাচনে যাতে কোনভাবেই নির্বাচনের নামে প্রহসন না হয় সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়ে দেবশ্রী চৌধুরী বলেন কোন ভাবেই যেন সাশক দলের আনা বহিরাগতরা বুথ দখল করে ছাপ্পা ভোট না দেয় তা দেখতে হবে বিজেপির কর্মীদের।দেবশ্রী চৌধুরী বলেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট হবে বলেই তার আশা।তিনি বলেন কালিয়াগঞ্জের উন্নয়নের রূপকার কার্তিক পালের নেতৃত্বে বিজেপি কালিয়াগঞ্জের মানুষের আশীর্বাদ পেয়ে ভালো আসন নিয়েই কালিয়াগঞ্জ পৌর সভা দখল করবে এটা শুধু আমার বিশ্বাস নয় কালিয়াগঞ্জের আপামর মানুষের বিশ্বাস। বিজেপির ডাকা সভায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার, কালিয়াগঞ্জের রূপকার তথা উন্নয়নের কান্ডারি কার্তিক পাল,জেলা পরিষধের সদস্য কমল সরকার ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *