উন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পাল এবার বিজেপির টিকিট নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কে।এবার লক্ষ কালিয়াগঞ্জ পৌরসভা দখল করা
1 min readউন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পাল এবার বিজেপির টিকিট নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কে।এবার লক্ষ কালিয়াগঞ্জ পৌরসভা দখল করা
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ এ তৃণমূল কংগ্রেস এর প্রার্থী তালিকা ঘোষণার পর যখন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিক্ষোভ এ উত্তাল হয়ে উঠছে ঠিক তখন কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী প্রাক্তন পৌর প্রতি কার্তিক চন্দ্র পাল কে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করে বিজেপি আজ ১৭ জনের জবরদস্ত প্রার্থী তালিকা ঘোষণা করে কার্যত মাস্টার স্ট্রোক দিল তৃণমূলকে। অনেকে আন্দাজ করতে পারেনি এত সুন্দর প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করতে পারে কালিয়াগঞ্জ এ । উল্লেখ্য যে কার্তিক চন্দ্র পাল কে নিয়ে এতদিন গুঞ্জন ছিল বাজারে তিনি কি করেন আগামী দিনে ?
এবার কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী কাত্তিক পাল কে প্রার্থী করে বিজেপি মাস্টার স্ট্রোক দিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূলকে।এতদিন গুঞ্জন ছিল কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী বলে পরিচিত প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল কি করবেন আগামী পৌরসভা নির্বাচনে। অলিতে-গলিতে সবার মুখে মুখে একটাই আলোচনা ছিল এবার পৌরসভা নির্বাচনে কাত্তিক পাল কী ভূমিকা নেন।
কিন্তু আজ সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উত্তর দিনাজপুর জেলার বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়ে দিলেন কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল কে সামনে রেখে এবার ১৭ টি ওয়ার্ডে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে খেলতে নামছে। বিজেপির সভাপতির এই ঘোষনা করা মাত্র কালিয়াগঞ্জ এ কার্তিক চন্দ্র পালের অনুগামী থেকে আরম্ভ করে বিজেপি কর্মীরা উজ্জীবিত হয়ে উঠছে।
আর সাধারন মানুষ কে বলতে শোনা যাচ্ছে এবারে যে পার্থী গুলো বিজেপি করেছে তা প্রত্যেকের কাছেই গ্রহণযোগ্য। আর সর্বোপরি যেখানে কার্তিক চন্দ্র পাল রয়েছে সেখানে টিম যে চ্যাম্পিয়ান হওয়ার মতো তা বলা যেতেই পারে। যার হাত ধরে কালিয়াগঞ্জ এর উন্নয়নের গতি এক্সপ্রেস এর মতন চলছিল সেই কার্তিক চন্দ্র পাল আবার স্বমহিমায় ভোটের ময়দানে পুরো দস্তুর মত নেমে যাওয়ায় সাধারন মানুষ ভীষন খুশি। অনেককেই বলতে শোনা যায় কালিয়াগঞ্জ পৌর সভা দখল করা এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা বিজেপির । এদিকে কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে যে প্রার্থী তালিকা আজ ঘোষণা হল তা যে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে কালিয়াগঞ্জ এ তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই কালিয়াগঞ্জ এর অনেক তাবড় তাবড় তৃণমূল কংগ্রেসের নেতারাও তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। অনেক তৃণমূল নেতারা বলেন তৃণমূলের প্রার্থী তালিকা যেটা ঘোষণা করা হয়েছে তার তুলনায় অনেক ভালো এবং স্বচ্ছ প্রার্থী এবার দিয়েছে বিজেপি। অনেক তৃণমূল নেতা নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন বিজেপি পৌরবোর্ড দখল করা এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। ভোটের ফলাফলে দেখা যাবে একের পর এক উইকেট পড়ে যেতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। এটা নিয়ে কোন সন্দেহ নেই।
7, Ground Floor, Opp buy cialis online europe Christoph Pies, born in 1970, studied medicine in Bochum and DГјsseldorf before he found his true calling as an urologist in a Cologne clinic
hmmm, let s try Cialis priligy 30 mg Although most of these side effects are short-lived, myalgia and back pain can last for up to 24 hours
real cialis online Avoid combining several medications at the same time
There are both injectable remedies of the potency increase and different implements which help to gain a strong erection cialis generic online Tadalafil does not help with sexual arousal and does not work if you are not sexually aroused
More on that below. clomid 25 mg testosterone
, you should contact your doctor or pharmacist, or refer to the individual drug monograph details found on the FDA. hcg clomid and nolvadex pct com 20 E2 AD 90 20Viagra 20Tablet 20Khane 20Se 20Kya 20Hota 20Hai 20In 20Hindi 20- 20Lillian 20Witte 20Fibe 20Viagra lillian witte fibe viagra ThursdayГў s disaster happened despite a locker-room tongue-lashing from GM Glen Sather in San Jose on Tuesday; despite the RangersГў insistence that, as center Derick Brassard said Thursday morning, Гў The effort we gave in San Jose is not acceptable, and itГў s not going to happen again;Гў despite VigneaultГў s professed belief Thursday morning that Гў the team that I saw in L.
doxycycline take with food