ইসলামপুর পৌরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
1 min readইসলামপুর পৌরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
ইসলামপুর পৌরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন
এলাকায় বিধায়ক দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরী যে প্রার্থী তালিকা পাঠিয়েছিলেন, সেই প্রার্থীর তালিকায় ৮ জনের নাম চূড়ান্ত করে পাঠিয়ে ছিলেন। তার মধ্যে তিনজন প্রার্থী নাম ঘোষণা করাতে তিনি ক্ষোভ উগরে দেন। এবং যে ৫ জন প্রার্থীর নাম তালিকায় আসেনি তারা যদি নির্দল প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে লড়াই করলে তাদের কে বিধায়ক আব্দুল করিম চৌধুরী সমর্থন করবেন। এবং বাকি যে ৫ জন তৃণমূলের প্রার্থী থাকবে তাদেরকে কোনমতে সমর্থন করবেন না বলে জানিয়েছেন তিনি। তার পাশাপাশি ইসলামপুর থেকে বিধায়ক আব্দুল করিম চৌধুরী মুছে ফেলার চক্রান্ত করছে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলে অভিযোগ বিধায়কের।