কালিয়াগঞ্জ পৌর সভার তিন নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর আতুর ঘর হলেও পৌরসভার নেই কোন হেলদোল-
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার তিন নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর আতুর ঘর হলেও পৌরসভার নেই কোন হেলদোল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৪ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার তিন নম্বর ওয়ার্ড পৌর সভার সন্তর্ভুক্ত ওয়ার্ড হলেও তিন নম্বর ওয়ার্ডের নাগরিক গন পৌর সভার পরিষেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। তিন নম্বর ওয়ার্ডের নাগরিকদের বক্তব্য তারা পৌর সভার নাগরিক হলেও কালিয়্যাগঞ্জ পৌর সভা তাদের সাথে বিমাতৃসুলভ আচরণ করে থাকে।কালিয়াগঞ্জ পৌর সভার তিন নম্বর ওয়ার্ডের মুসহরপাড়া এলাকায় দীর্ঘ এক বছরের উপর ধরে পাড়ার বাড়ির পাশে বিরাট জায়গা নিয়ে জল জমে থাকলেও সেই জল সর্রিয়ে দেবার কোন রকম ব্যবস্থ্যা পৌর সভা থেকে করা হয়নি।
মুশাহর পাড়ার বাসিন্দারা এই প্রতিবেদককে ক্ষোভের সাথে বলেন তাদের মুশাহর পাড়ায় যেহেতু অধিকাংশ মানুষই দারিদ্র সীমার নীচের মানুষের বসবাস তাই কালিয়াগঞ্জ পৌর সভার বর্তমান পৌর প্রসাশক তিন নম্বর ওয়ার্ডের মানুষ জন কেমন আছে তা দেখতে পর্যন্ত একদিন যেতে পারেন না। তারা কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তার কোন।খোঁজ খবর রাখেন না।পৌর সভার তিন নম্বর মুশাহর পাড়ার পরিবেশ এতটাই খারাপ তা না দেখলে বোঝা যাবেনা।
মোশাহর পাড়ার মহিলারা ক্ষুব্ধ হয়ে বলেন দুই বছর পূর্বে যখন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান ছিলেন কার্তিক চন্দ্র পাল সেই সময় মুশাহর পাড়ার মহিলাদের জন্য একটি বড়সড় বাথরুম বানিয়ে দিয়েছিল।কিন্তূ কালিয়াগঞ্জ পৌর সভার বর্তমান পৌর প্রসাশক শচিন সিংহ রায় আজ পর্যন্ত সেই বাথরুমের চাবিটা খুলে দেয়নি।ফলে মুশাহর পাড়ার গৃহবধূদের মাঠে ময়দানে জঙ্গলে প্রতিদিন প্রাত্যহিক কাজ কর্ম সারতে দূরবর্তী স্থানে যেতে হয় অথচ বাথরুমের চাবি খুলে দিলে তাদেরকে পাড়ার বাইরে প্রাত্যহিক কাজের জন্য যেতে হতনা।কালিয়াগঞ্জ পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের নাগরিকদের দাবি অবিলম্বে তাদের পাড়ার মধ্যে যে জল জমে আছে দীর্ঘদিন ধরে সেই জলকে সরিয়ে দেবার ব্যবস্থ্যা করতে হবে। পচা দুর্গন্ধ যুক্ত জমা জল থেকে যে কোন সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটতে পারে।মুশাহর পাড়ার সমস্যা সমাধানে অবিলম্বে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রসাশককে সিধান্ত নেবার জন্য মুশাহর পাড়ার নাগরিকরা আবেদন জানিয়েছে বলে জানা যায়।
buying generic cialis online safe All of these capoes are nickel plated, with a silver look, except the Partial Capo which is available only in brass at present
Java, how it works, methyldopa alphablockers eg, arms buying priligy online
cialis tablets for sale It can also be used to treat symptoms of an enlarged prostate
com, each 100-milligram tablet of prescription Viagra costs roughly 50, though this is the cash price and does not include insurance discounts order cialis online But keep in mind that a sudden drop in your blood pressure could be dangerous if you have certain heart conditions
clomid for low testosterone It s important to note that treatments to stimulate increased endogenous FSH production rely upon an intact pituitary gland.
cheap online nolvadex