স্বেচ্ছাসেবী সংস্থা “মুক্তির পথ রায়গঞ্জ” ও রণজিৎ কুমার সাহার হরলিক্স টীমের যৌথ উদ্যোগে বেকিডাঙ্গায় রক্তদান শিবির-
1 min readস্বেচ্ছাসেবী সংস্থা “মুক্তির পথ রায়গঞ্জ” ও রণজিৎ কুমার সাহার হরলিক্স টীমের যৌথ উদ্যোগে বেকিডাঙ্গায় রক্তদান শিবির-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১৩জানুয়ারি: বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছোটো ছোটো শিশুদের পরিবারের মুখে হাসি ফোটাতে ইটাহার থানার বেকিডাঙ্গা প্রাথমিক বিদ্যালযে স্বেচ্ছা সেবী সংস্থা মুক্তির পথ রায়গঞ্জ ও রনজিৎ কুমার সাহার হরলিক্স টীমের যৌথ উদ্যোগে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিন উপলক্ষে প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
উক্ত শিবিরে প্রায় ২২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যার বেশিরভাগই ছিল তরুণ যুব সমাজ।আজকের এই মহতীপূর্ণ শিবিরে উপস্থিত ছিলেন ইটাহার থানার ট্রাফিক ওসি অভিজিৎ সরকার মহাশয়, উপস্থিত ছিলেন বৈচিত্র্যময় রায়গঞ্জ, শিল্পীনগর কল্যাণ সমিতি, দিশা একটু মানবতার দিকে,
নতুন প্রজন্ম, রায়গঞ্জ অগ্রগামী, রায়গঞ্জ আন্তরিক, হেমতাবাদ ব্লাড আর্মি, মুক্তির সেতু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।এছাড়াও উপস্থিত ছিলেন ম্যারেজ অফিসার সমীর সাহা, সমাজসেবী কৌশিক রায় সহ অন্যান্যরা।“মুক্তির পথ রায়গঞ্জ”- থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রনব দেবনাথ, সম্পাদক সামিম আক্তার , সহ – সম্পাদক শান্তনু চক্রবর্তী, সহ-সভাপতি বিধান বর্মন, কোষাধক্ষ্য কৌসর আলি, গোলাম মোস্তফা, শাবেদুল রহমান, আশফাক আলম, নয়ন দাস, মৃণাল সরকার, আশীষ মজুমদার, অসীম ঘোষ, অভিনয় বর্মন, রাজ কুমার দাস, বাবু, হরিশ সহ অন্যান্য সদস্যরা।প্রত্যন্ত এই গ্রামাঞ্চলে আজ জাতীয় যুব দিবসের দিনে যেভাবে তরুণ যুব সমাজ স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেছেন তা আগামীদিনের আশার আলো দেখায়।