“সেরে উঠুন কবি,ছন্দে ফিরুন”এক মুঠো রোদ পত্রিকার উদ্যোগে বর্ষবরণের বিকেলে এক ব্যতিক্রমী ব্যতিক্রমি সাহিত্য ইসলামপুরে-
1 min read“সেরে উঠুন কবি,ছন্দে ফিরুন”এক মুঠো রোদ পত্রিকার উদ্যোগে বর্ষবরণের বিকেলে এক ব্যতিক্রমী ব্যতিক্রমি সাহিত্য ইসলামপুরে–
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬ জানুয়ারি: সম্প্রতি পথ দুর্ঘটনায় আহত কবি তথা পর্যাস পত্রিকার সম্পাদক দ্বিজেন পোদ্দারের পাশে থাকার বার্তা দিতে তারই বাসভবনে আয়োজিত “সেরে উঠুন কবি, ছন্দে ফিরুন” শীর্ষক সাহিত্য সভায় প্রদীপ প্রজ্জ্বলন করেন অনুষ্ঠানের সভাপতি নিশিকান্ত সিনহা, প্রবীণ কবি বিবেকানন্দ বর্মন, দ্বিজেন পোদ্দার প্রমুখ৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অর্পিতা দত্ত৷ পৌরপ্রশাসক মানিক দত্ত কোভিড বিষয়ক সচেতনতার বার্তা দেন৷
পাশাপাশি প্লাস্টিক মুক্ত ইসলামপুর গড়ে তোলার ক্ষেত্রে কবি লেখকদেরও উদ্যোগী হতে অনুরোধ করেন৷ কবিতা পাঠ করেন বিবেকানন্দ বর্মন, দ্বিজেন পোদ্দার, কৌস্তুভ দে সরকার, তপন কুমার বিশ্বাস, ভবেশ দাস, শিপ্রা রায়, পূর্ণ দাস, মনোনীতা চক্রবর্তী, গীতাঞ্জলি কুন্ডু, পম্পা দাস, সর্বাশিস কুমার পাল, রাধেশ্যাম দে সরকার, প্রসূন শিকদার প্রমুখ৷ শায়েরী পরিবেশন করেন নিশিকান্ত সিনহা৷ সুচারু বক্তব্য উপস্থাপন করেন ড.বাসুদেব রায়, নারায়ণ শঙ্কর দাস, বাবুলাল মৈত্র,
বিপ্লব কুমার সরকার প্রমুখ৷ সঙ্গীত পরিবেশন করেন স্বপ্না উপাধ্যায়, দেশাত্মবোধক সঙ্গীত পুণ্যশ্লোক শিকদার, বাউল সঙ্গীত স্বরূপানন্দ বৈদ্য প্রমুখ৷ বাঁশি বাজান প্রাণগোপাল বালা ও কিশোর শিল্পী শ্রেয়ান তপাদার৷ বাচিক উপস্থাপনায় ছিলেন রত্না দাস পোদ্দার ও মৃদুলা শিকদার৷ নৃত্য পরিবেশন করেন
মৌসুমী নন্দী৷ হাস্যরস পরিবেশন করেন কর্ণদেব রায়৷ দোতারা ও ঢোলক সহযোগে আঞ্চলিক সঙ্গীত পরিবেশন করেন প্রাণগোপাল বালা ও কর্ণদেব রায়৷ সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন মনোনীতা চক্রবর্তী৷ পৌষালি আবহে পিঠেপুলি, পত্রপত্রিকা বিলি ইত্যাদি অনুষ্ঠানে বাড়তি মাত্রা প্রদান করে৷ সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে আয়োজিত সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক প্রসূন শিকদার৷