কালিয়াগঞ্জে দুইদিন ব্যাপী রাজ্য খো খো অফিসিয়াল দের প্রশিক্ষন ও পরীক্ষা শিবিরের উদ্বোধন
1 min readকালিয়াগঞ্জে দুইদিন ব্যাপী রাজ্য খো খো অফিসিয়াল দের প্রশিক্ষন ও পরীক্ষা শিবিরের উদ্বোধন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২৮ ডিসেম্বর:-মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ খো খো এসোসিয়েশনের উদ্দ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা খো খো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী রাজ্য খো খো অফিশিয়ালদের ক্লিনিক ও পরীক্ষা শিবিরের উদ্বোধন হয়।উদ্বোধন করেন উত্তরবঙ্গ ক্রীড়াপর্ষদের অন্যতম সদস্য তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো- মেন্টর অসীম ঘোষ।উপস্থিত ছিলেন রাজ্য খো খো এসোসিয়েশনের চেয়ারম্যান বলারাম হালদার,দিব্যেন্দু দাস
কোনভেনর পশ্চিমবঙ্গ,অরিন্দম ব্যানার্জী,মেম্বার রেফারি বোর্ড,পশ্চিমবঙ্গ,প্রবীর গুহ চেয়ারম্যান,উত্তর দিনাজপুর খো খো এসোসিয়েশন,বরুণ দাস,সাধারণ সম্পাদক উত্তর দিনাজপুর খো খো এসোসিয়েশন, সুজয় অধিকারী এবং তরুণ গুহ ,সম্পাদক, কালিয়াগঞ্জ ফুটব উত্তরদিনাজপুর জেলা খো খো এসোসিয়েশনের সাধারন সম্পাদক বরুণ দাস বলেন রাজ্যের পূর্ব মেদিনীপুর থেকে
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার রাজের প্রায় প্রতিটি জেলা থেকে খো খো খেলোয়াড়দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খো খো প্রশিক্ষণ শিবির।বরুণ বাবু জানান রাজ্যের সমস্ত জেলা থেকে মোট ৯০জন প্রতিনিধি উপস্থিত হয়। জানা যায় খো খো প্রশিক্ষণ শিবিরটি দুই ভাগে বিভক্ত হয়।প্রথম দিন মঙ্গলবার চলে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খো খো খেলার উপর প্রশিক্ষণ ও খো খো খেলার উপর প্রশ্নোত্তর পর্ব এবং বুধবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত খো খো খেলোয়াড়দের পরীক্ষা পর্ব।