ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের তৎপরতায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তার কাজের সূচনা হলো আজ।
1 min readইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের তৎপরতায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তার কাজের সূচনা হলো আজ।
বিপ্লব চাকি ইটাহার উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেনের আন্তরিক প্রচেষ্টায় এবং রাজ্যে গ্রাম উন্নয়ন দপ্তরের প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তার আজ সূচনা হলো।
জানা যায় ইটাহারের গুলন্দর ১ নম্বর অঞ্চলের হাটগাছি এলাকায় এই রাস্তার কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা হলো আজ। উল্লেখ্য দীর্ঘদিন ধরে
এই রাস্তাটির বেহাল হয়ে পড়ে থাকায় এলাকার মানুষদের চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ অসুবিধা দেখা দিচ্ছিল। অবশেষে সাধারণ মানুষের কথা চিন্তা করে এলাকার বিধায়ক মোশারফ হোসেন এর বিশেষ তৎপরতায় আজ এই রাস্তার কংক্রিটের রাস্তার শুভ সূচনা হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন ছাড়াও পঞ্চায়েত প্রধান চিন্ময় দাস, পঞ্চায়েত সমিতির সদস্য সাবেরা বিবি সহ আরো অনেকে। আজকের এই রাস্তার কাজের সূচনা হওয়ায় এলাকার মানুষরা ধন্যবাদ জানিয়েছে স্থানীয় বিধায়ক মোশাররফ হোসেনকে।