উত্তর দিনাজপুর জেলায় রক্তদান আন্দোলনকে সুসংগঠিত করতে আলোচনা চক্র-
1 min readউত্তর দিনাজপুর জেলায় রক্তদান আন্দোলনকে সুসংগঠিত করতে আলোচনা চক্র-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯ ডিসেম্বর: গত শনিবার রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় রায়গঞ্জে ইয়ংমেন এসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত হল রক্তদান সম্পর্কীয় একটি আলোচনা চক্র।আগামী দিনে এই জেলার বুকে রক্ত দান আন্দলোন কে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রত্যেক সংগঠন থেকে দুই জন করে প্রতিনিধি নিয়ে একটি অ্যাসোসিয়েশন তৈরির বিষয়ে আলোচনা হয়,,
, এই প্রসঙ্গে মোট ১৮ টি সংগঠন তাদের গুরুত্ত্ব পূর্ণ মতামত প্রদান করেন।,প্রত্যেক সংগঠন এর মতবিনিময়ের মধ্যে দিয়ে আগামী দিনে একটি অ্যাসোসিয়েশন তৈরির বিষয়ে সিদ্ধান্ত হয়।,এই আলোচনা চক্রটি বৈকাল ৫ টায় শুরু হয় এবং এই এই আলোচনা শেষ হয় রাত্রি সাড়ে আটটায়। রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠান এর প্রার্থনা সঙ্গীত আগুনের পরশমনি দিয়ে এই অনুস্ঠন শুরু হয় ও আমাদের জাতীয় সঙ্গীত জন গণ মন দিয়ে এই অনুস্ঠনের সমাপ্তি ঘটে