প্রত্যাশা মতোই কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নয়টি স্থায়ী সমিতির সবকটি কর্মাধক্ষই নির্বাচিত হল তৃণমূল দলের
1 min readপ্রত্যাশা মতোই কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নয়টি স্থায়ী সমিতির সবকটি কর্মাধক্ষই নির্বাচিত হল তৃণমূল দলের
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭ ডিসেম্বর:বৃহস্পতিবার অবশেষে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নয়টিসX নুতন স্থায়ী সমিতির কর্মাধক্ষ নির্বাচন সভা অনুষ্ঠিত হয়।কালিয়াগঞ্জ ব্লক প্রসাশনের ব্যবস্থাপনায় কমাধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা প্রধান সহ মোট ১৩জন সদস্য,দুই জেলা পরিষদ সদস্য যথাক্রমে দাধিমোহন দেবশর্মা
,মোমেনা আহম্মেদ এবং গ্রাম পঞ্চায়েতের পাঁচ জন প্রধান।নির্বাচনে যে সমস্ত কর্মাধক্ষ নির্বাচিত হন তারা হলেন খতিবুর রহমান(পূর্ত ও পরিবহন)ইন্দ্রাণী ঘোষ(শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়া)মিলি বর্মন(জনস্বাস্থ্য ও পরিবেশ),পঞ্চমী দাস(কৃষি ও সমবায়),নীলিমা বৈশ্য(বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্প),বাসনা কিস্কু(শিশু ও নারী উন্নয়ন),নূরী চৌধরী(বন ও ভূমি সংস্কার),রবীন্দ্র নাথ রায়(খাদ্য ও সরবরাহ)এবং ভাগ্যবতী রায়(মৎস ও প্রাণী সম্পদ)।
তৃণমূল নেতা সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকলেও পঞ্চায়েত সমিতির নয়টি স্থায়ী সমিতির সবকটি কর্মা ধক্ষই ছিল বিজেপির হাতে।
ফলে পঞ্চায়েত সমিতি দখল থাকলেও স্থায়ী সমিতি একটিও তাদের না থাকায় উন্নয়নের প্রতিটি কাজে তাদের চরম অসুবিধার সৃষ্টি হত।দীর্ঘ দিন বাদে সমস্ত স্থায়ী সমিতি তৃণমূলের হাতে আজ আসায়
তাদের আর উন্নয়নের ক্ষেত্রে কোন বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবেনা।নিতাই বৈশ্য বলেন সম্প্রতি পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও বিজেপির নির্বাচিত বিধায়ক তৃণমূল দলে আসায়