কালিয়াগঞ্জের শেঠ কলোনিতে বাউল উৎসবের উদ্বোধন
1 min readকালিয়াগঞ্জের শেঠ কলোনিতে বাউল উৎসবের উদ্বোধন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭ডিসেম্বর:লোক শিল্প বাচিয়ে রাখার তাগিদে প্রতিবছরের ন্যায় এবছরও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শেঠকলোনী শিমূলতলা বারোয়ারী বাউল উৎসব কমেটির উদ্যোগে তিন দিন ব্যাপী বাউল উৎসবের সূচনা হলো।
শুক্রবার বিকালে মোমবাতি জ্বালিয়ে ২৪ তম বাউল উৎসবের সূচনা করেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক শচীন সিংহরায়,এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী সুজিত সরকার,নিতাই বৈশ্য,বাউল উৎসব কমেটির সভাপতি সূনীল আচার্য,অন্যতম সদস্য কাঞ্চন কুন্ডু সহ অন্যান্যরা।
তিন ব্যাপী বাউল উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা বাউল সংগীত পরিবেশন করতে এসেছেন বলে জানা যায়।বাউল উৎসবকে ঘিরে শেঠ কলোনীর শিমুল তলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।