কালিয়াগঞ্জ ব্লকে নয়টি উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য দুই কোটি,একাত্তর লক্ষ টাকার অনুমোদন এলো
1 min readকালিয়াগঞ্জ ব্লকে নয়টি উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য দুই কোটি,একাত্তর লক্ষ টাকার অনুমোদন এলো
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১২ ডিসেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির দাবিমত কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মানুষদের স্বাস্থ্য পরিষেবা যাতে ভালো ভাবে দেওয়া যায় তার জন্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার দাবি জানিয়েছিলেন ২০১৮ সালে। সেই দাবিকে মান্যতা দেবার সাথে সাথে গ্রামের মানুষদের স্বাস্থ্য পরিসেবাকে প্রাধান্য দিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের জন্য ৯ টি সু স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের সাথে সাথে নয়টি বিল্ডিং নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জানা যায় রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি গত ২৪/১১/২০২১
এক নির্দেশ নামায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারের পঞ্চায়েত সমিতির দপ্তরে এই নির্দেশ আসে বলে জানা যায়। স্বাস্থ, কেন্দ্রগুলি যে সমস্ত গ্রামে হতে চলেছে সেই গ্রাম গুলি হল দাসিয়া,রাতন,টুগুইলবিলপাড়া,ধামজা,নসিরহাট,পলি হার,পাহারগাঁও,বনিগাও এবং ধবাইল।দীপা সরকার জানান ৯টি উপ স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ৪ টির জমি এলাকার মানুষ সাধারণ মানুষের উপকারের শ্বার্থে দান করেছে এবং ৫ট উপস্বাস্থ্য কেন্দ্র সরকারের জমিতেই হবে বলে জানান।কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এই খবরে প্রচন্ড খুশি হয়েছেন বলে জানান। তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দেন তা যে বাস্তবে রূপ পায় তার প্রকৃষ্ট উদাহরণ কালিয়াগঞ্জের ৯টি উপ-স্বাস্থ্য কেন্দ্রের জন্য একসাথে অনুমোদন দেওয়া।তিনি এই খবরে খুশি হয়েছেন বলে জানান।: কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের মহাসচিব বাপ্পা সরকার বলেন কালিয়াগঞ্জ ব্লকের যে নয়টি উপ-স্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেল তার ফলে কালিয়াগঞ্জ ব্লকের প্রচুর গ্রামের মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবা পেতে পারবে বলে তিনি জানান।