December 26, 2024

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিনাজপুরের প্রশাসনিক সভা করলেন রায়গঞ্জে।

1 min read

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিনাজপুরের প্রশাসনিক সভা করলেন রায়গঞ্জে।

তনময় চক্রবর্তী  উত্তর দিনাজপুরআজ রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থেকে এই দুই জেলায় সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে বিশদে আলোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন বলেন নাগরিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে সেতু নির্মাণ, কর্মতীর্থ, পথসাথী, জলস্বপ্ন-সহ একাধিক নতুন প্রকল্প শুরু করা হচ্ছে। দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এদিন উত্তর দিনাজপুর জেলায় মোট ১৫টি ও দক্ষিণ দিনাজপুর জেলায় ২৩টি প্রকল্পের শিলান্যাস করলেন।

পাশাপাশি এই দু’ই জেলায় ১০০ দিনের কাজেরও খোঁজখবর নিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল প্রকল্পে দেশের মধ্যে বাংলা প্রথম স্থান অধিকার করেছে বলে জানান ।তিনি বলেন জানুয়ারি মাসে আবার ‘দুয়ারে সরকার’-এর শিবির আয়োজন করা হচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতোই মৎস্যজীবী ও শিল্পী-কারিগরদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে। সর্বদা মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধানের জন্য জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশ দিলেন আজকের বৈঠকে। প্রসঙ্গত, তিনদিনের জেলা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ট্রেনে মালদহে পৌঁছান। সেখান থেকে আজ রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মালদহ থেকে হেলিকপ্টার করে রায়গঞ্জ এর কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করেন তিনি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়• দুই দিনাজপুরে ৩৮টি প্রকল্পের শিলান্যাস,• উত্তর দিনাজপুরে ১৫টি প্রকল্পের শিলান্যাস,• দক্ষিণ দিনাজপুরে ২৩টি প্রকল্পের শিলান্যাস,• রাস্তা-সেতু নির্মাণে খরচ হবে কয়েক কোটি টাকা,• গতবার দুয়ারে সরকার প্রকল্পে ৩ কোটির বেশি মানুষ সুবিধা পেয়েছেন,• দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবার ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার,• আরও দুই প্রকল্প যথাক্রমে- মৎসজীবী কার্ড ও আর্টিসান কার্ড চালু হচ্ছে• বিধায়কদের বলছি, সাধারণ মানুষের পাশে দাঁড়ান,• আগামী দু’বছর টাকা চাইবেন না। বিধায়করা নিজেরা হাতে ধরে কাজ করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *