কালিয়াগঞ্জে মহিলা স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ শিবির
1 min readকালিয়াগঞ্জে মহিলা স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ শিবির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১ ডিসেম্বর: কালিয়াগঞ্জ শহরের সমবায় উৎসব ভবনে শুরু হল তিনদিনের মহিলা স্বয়ম্ভর গোষ্ঠী গোষ্ঠীর সদস্যদের নিয়ে নেতৃত্ববিকাশ প্রশিক্ষণ শিবির। স্বয়ম্ভর গোষ্ঠী গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে জাতীয় সমবায় ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা।এই প্রশিক্ষণ শিবিরে উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান বৈকুণ্ঠ বৈশ্য,প্রবীণ সমবায় তথা সমবায় দপ্তরের প্রাক্তন আধিকারিক মনোজ রায়,উত্তর দিনাজপুর জেলা সমবায় ইউনিয়নের প্রাক্তন সভাপতি অশোক ঘোষ,সমাজসেবী রাধিকা রঞ্জন দেবভূতি ও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কালিয়াগঞ্জ শাখার ম্যানেজার নজরুল ইসলাম সহ অনেকেই।
জাতীয় সমবায় ইউনিয়নের প্রজেক্ট ফিল্ড অফিসার দ্বিপান্বিতা বণিক দাস বলেন জেলার গ্রামীন সমবায় সমিতির মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্নভাবে বিকাশের ব্যবস্থা করাই আমাদের এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য।তিনি বলেন গ্রামীন আর্থিক বিকাশে মহিলাদের বিরাট গুরুত্বপূর্ন ভূমিকা আছে।এই সমস্ত মহিলাদের মাধ্যমে পশু পালন,কৃষিকাজ ছাড়াও অভিনব উদ্যোগ গ্রহণ করুক নুতন নুতন কিছু করার ক্ষেত্রে।জাতীয় সমবায় ইউনিয়ন সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।এ ছাড়াও তাদের উৎপাদিত দ্রব্যের বিপণনের জন্য ইতিমধ্যেই হাট চালু করেছে ভবিষ্যতেও আরো করা হবে বলে জানান।জানা যায় কালিয়াগঞ্জের আটটি অঞ্চলের বিভিন্ন সমবায় সমিতি থেকে মোট ৭৫জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহন করে।প্রশিক্ষণ শিবির চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।