December 27, 2024

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ৯ টি স্থায়ী সমিতিই বিজেপির হাত থেকে তৃণমূল ছিনিয়ে নিল

1 min read

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ৯ টি স্থায়ী সমিতিই বিজেপির হাত থেকে তৃণমূল ছিনিয়ে নিল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১ ডিসেম্বর: অবশেষে উত্তর দিনাপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির স্থ্যায়ী সমিতির নির্বাচনে বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতি সব কটিতেই জয়ী হল বলে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানালেন।
পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা দেবী বলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকলেও কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টি গ্রাম পঞ্চায়েত বিগত ২০১৮সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয় লাভ করেছিল

সেই কারণে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনে ভোটে সংখ্যার বিচারে বিজেপি ৯ স্থায়ী সমিতির সব কটি তাদেরই দখলে এতদিন ছিল।কিন্তূ বিগত বিধান সভা নির্বাচনের পরে এই কয়েক মাসের মধ্যেই ৫টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসায় আজকে ভোটে স্থায়ী সমিতির নির্বাচনে তৃণমূলের ১৩ জন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য,৫ জন গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং ২ জন জেলা পরিষদের সদস্য

 

এবং বিধায়কের ভোট থাকায় তৃণমূলের সংখ্যার বিচারে মোট ২১ শে দাঁড়ায়। কিন্তু বিধায়কের ভোট কোন প্রয়োজন না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গুলি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি দখল করে নেয়। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি স্থায়ীসমিতি গুলি বিজেপির হাতে থাকায় পঞ্চায়েত সমিতির সভাপতিকে বিজেপির উপর নির্ভর করে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হত।আজ থেকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি তার নিজের ইচ্ছা মত সমস্ত সিধান্ত নিতে পারবে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানালেন। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ৯ টি স্থায়ী সমিতি দখল করায় তৃণমূলের বিশিষ্ট নেতৃত্ব যথাকর্মে তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ,নিতাই বৈশ্য, জেলা পরিষধের সদস্য দধি মোহন দেবশর্মা,তৃণমূল নেতা বাপ্পা সরকার, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মনিন্দ্র নাথ রায় সহ সবাই খুশির আনন্দে মেতে ওঠে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *