December 27, 2024

কৃষকদের মৃত্তুর পরেও একাউন্টে টাকা ঢুকছে,,কৃষি দপ্তর নড়ে চড়ে বসলো

1 min read

কৃষকদের মৃত্তুর পরেও একাউন্টে টাকা ঢুকছে,,কৃষি দপ্তর নড়ে চড়ে বসলো

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০নভেম্বর:রাজ্য সরকারের কৃষক বন্ধু এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সন্মাননিধি প্রকল্পের টাকা বেনিফিশিয়ারীরদের মৃত্যুর পরেও তাদের একাউন্টে টাকা ঢোকার খবর জানার পর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কৃষি দপ্তর তা পুনরুদ্ধার করতে তৎপর হয়েছে বলে জানা যায়।কালিয়াগঞ্জ ব্লকের সহ-কারি কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের বছরে দুই কিস্তিতে ৪ হাজার থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়।অন্যদিকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে তিনবার ৬হাজার টাকা পেয়ে থাকে।

কালিয়াগঞ্জ ব্লকের সহ-কারী কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন তাদের কৃষি দপ্তর মৃত্তুর পরেও বেমালুম মৃতের একাউন্টে টাকা ঢুকছে খবর পেয়েই তারা তদন্ত শুরু করেন।তদন্ত করতে গিয়ে মৃত্যুর পরেও টাকা ঢুকেছে এমন ১১জন মৃত কৃষকের ব্যাঙ্ক সরকারি প্রকল্পের মোট ৪৪ হাজার ৫০০ টাকা তারা ফিরিয়ে তাদের একাউন্ট বন্ধ করে দেবার ব্যবস্থা হয়েছে বলে জানান।গোপাল ঘোষ বলেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সন্মাননিধি প্রকল্পে মৃত্তুর পরেও একাউন্টে টাকা ঢুকেছে

 

এমন ৮জন মৃত কৃষকের ব্যাঙ্ক একাউন্ট থেকে ৩২হাজার টাকা এবং তিন জন সরকারি চাকুরিজীবীর কাছ থেকেও ১২হাজার টাকা ফেরানোর ব্যবস্থা করেছে কালিয়াগঞ্জ কৃষি দপ্তর।কালিয়াগঞ্জ ব্লকের সহ-কারী কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন এই কাজটা বড় কঠিন কাজ।তিনি বলেন শুধু কালিয়াগঞ্জ ব্লকেই কৃষক বন্ধু প্রকল্পে কৃষক ভাতা ৩১,৬০০ এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সন্মাননিধি প্রকল্পে ভাতা পেয়ে থাকে ২৫ হাজারেরও বেশি কৃষক।এত কৃষক ভাইদের মধ্যে কার কখন মৃত্তু হচ্ছে এটা জানা সম্ভব নয়।তাই এমন ঘটনা আমরা সঠিক সময়ে সামনে পেলে সরকারি প্রকল্পের টাকা কোন ভাবেই নয়ছয় হতে দেবেনা আমাদের কৃষি দপ্তর।আমরা এই ব্যাপারে ব্যাঙ্কের সাথে আলোচনার মাধ্যমে কি ভাবে সহজ পদ্ধতিতে কৃষি ভাতার একাউন্ট স্বচ্ছ রাখা যায় তা দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *