কুশমন্ডি সরকারী কলেজের পরিকাঠামো ক্ষতিয়ে দেখতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তিনাঙ্কু ভট্টাচার্য।
1 min readকুশমন্ডি সরকারী কলেজের পরিকাঠামো ক্ষতিয়ে দেখতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তিনাঙ্কু ভট্টাচার্য।
লোকনাথ সরকার, কুশমন্ডি, ২৯ নভেম্বর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কুশমন্ডি সরকারী কলেজে, ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বিশাল সভার ডাক দেন। সভায় অসংখ্য ছাত্র-ছাত্রী সমবেত হন। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তিনাঙ্কু ভট্টাচার্য বলেন। করোনার কারনে দীর্ঘকাল স্কুল-কলেজ বন্ধ থাকার পর কিছু দিন আগে স্কুল-কলেজ খুলেছে। স্কুল খুলে কলেজে পঠন পাঠন
এবং কলেজের পরিকাঠামো কেমন আছে সেসব বিষয়ের ক্ষতিয়ে দেখতেই কলেজে আসা। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা মূলক প্রকল্প গুলির সুবিধা গ্রহণ করার বার্তা দেন তিনি।কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন। ছাত্র-ছাত্রীদের মজবুত হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সবাই মিলে। ছাত্র-ছাত্রীদের জন্য বহু সুযোগ সুবিধা রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে।
কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো, আরো বহু সুবিধা আছে যা গ্রহণ করতে হবে। তোমরা সবাই মিলে এক সাথে লড়াই করো। আমি আপদে-বিপদে সদা সর্বদা তোমাদের পাশে আছি।সভায় উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় মহাশয়া, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তিনাঙ্কু ভট্টাচার্য, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক সাহা, জেলা ছাত্র পরিষদের প্রেসিডেন্ট অতনু রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিস সরকার, রিতেষ জোয়ারদার সহ, কলেজর নেতৃবিন্দু।