December 27, 2024

  মানুষের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে “জলস্বপ্ন” প্রকল্প শুরু হয়েছে

1 min read

মানুষের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে “জলস্বপ্ন” প্রকল্প শুরু হয়েছে

দেবব্রত চক্রবর্তী ইসলামপুর  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের প্রতিটি মানুষের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে “জলস্বপ্ন” প্রকল্প শুরু হয়েছে।এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য জুড়ে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে এই প্রকল্প বাস্তুব রুপ পাবে।আর মূখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “জলস্বপ্ন”কে অতি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিডিও অফিসে জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা উপস্থিতিতে একটি সভার আয়োজন করা হয়।

পাশাপাশি এদিন সভা শুরু আগে ইসলামপুর নবনির্মিত এস এইচ জি সভাকক্ষে যার ফিতা কেটে উদ্বোধন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।এদিনের সভায় জেলা শাসল ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ ও চোপড়া, ইসলামপুর, করমদিঘী, গোয়ালপোখর, চাকুলিয়া, ভিডিও সাহেব ও করণদিঘি বিধায়ক গৌতম পাল, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, চাকুলিয়া বিধায়ক মিরাজুল আরফিন আজাদ,

ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক মানিক মানিক দত্ত,ডালখোলা পৌরসভার পৌর প্রশাসক পদে তন্ময় দে সহ উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরান কুমার শর্মা ও পিএইচই আধিকারিক উপস্থিত ছিলেন ও বিভিন্ন প্রধান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিতি ফরহাদ বানু, সহ বিভিন্ন আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলাশাসক বলেন মুখ্যমন্ত্রীর স্বপ্ননের প্রকল্প জলস্বপ্ন” কে অতি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করার জন্য এই মিটিংয়ে আয়োজন করা হয়েছে।জেলায় আনুুুুুুুমানিক ৬ লক্ষ্য ১৫ হাজার ৫৬৯ উপভোক্তারা আছে।জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে আলোচনা মধ্যদিয়ে এই প্রকল্পকে বাস্তব রুপ দিতে হবে সেই কারণে আজ প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে প্রতিটি স্তরের জন প্রতিনিধি দের নিয়ে বৈঠক হয়।যাতে প্রত্যেকটি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *