করণদিঘি তে উল্লাসে মেতে উঠেল কৃষকেরা
1 min readকরণদিঘি তে উল্লাসে মেতে উঠেল কৃষকেরা
প্রদীপ সিনহা করণ দিঘি রাজের অন্যান্য জেলার সাথে আজকে করনদিঘিতে উল্লাসে মেতে উঠেল কৃষকেরা। কৃষি বিল বাতিলের আনন্দে সামিল হয়ে বিজয় মিছিল বের করেছেন করনদিঘি ব্লকের কৃষক, শ্রমিক সংগঠনের নেতারা।শনিবার করনদিঘি ব্লক কিষান সেলের মিছিল অনুষ্ঠিত হলো। স্কুল মাঠ থেকে মিছি সমগ্র করনদিঘি শহর পরিক্রমা করে।
মিছিলের অগ্রভাগে ছিলেন ব্লক তৃণমূল কিষান সেলের সভাপতি দীনেশ চন্দ্র সরকার, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ওয়াহেব আলি, জেলা পরিষদের সদস্য ভবেন ঘোষ,
যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কৌসার আলম, ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সুভাষ চন্দ্র সিনহা, মহম্মদ ফাইজুল রহমান, যুব নেতা হারুন রশীদ, শংকর পাঠক, শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি প্রেম গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা।