নীলগাই উদ্ধার
1 min readনীলগাই উদ্ধার
প্রদীপ সিনহা করণদিঘি করনদিঘী ব্লকের অন্তর্গত রসাখোয়া দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার ভোপলা থেকে একটি নীলগাই উদ্ধার।স্থানীয় বাসিন্দারা জানান, ভোপলা গ্রামের মাঠে নীলগাইটি ছুটোছুটি করছিল। গ্রামের লোকজন মিলে নীলগাইটিকে
ধরে ভোপলার মাদ্রাসায় বেধে রেখে করণদিঘী থানার পুলিশকে খবর দেওয়া হয়। কোথায় থেকে কীভাবে নীল গাইটি আসলো গ্রামের বাসিন্দা জানেনা।