প্রায় দুই বছর পর স্কুল খুলার প্রথম দিনে, ছাত্র-ছাত্রীরা আনন্দের সাথে স্কুলের পথে।
1 min readপ্রায় দুই বছর পর স্কুল খুলার প্রথম দিনে, ছাত্র-ছাত্রীরা আনন্দের সাথে স্কুলের পথে।
লোকনাথ সরকার, কুশমন্ডি, ১৬ নভেম্বর প্রায় দীর্ঘ বছর দুই পর দরজা খুললেন স্কুলের। সরকারী ঘোষণা অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হলো আজ ১৬ ই নভেম্বর থেকে। স্কুলের দরজা খুলতেই খুশিতে মাতলেন ছাত্র-ছাত্রীরা। বছর দুই পর বন্ধুদের সাথে দেখা হতেই কাঁধে কাঁধ মিলিয়ে জরিয়ে ধরে কেঁদে ফেললেন অনেক ছাত্র-ছাত্রীই।
করোনা যেনো গলা টিপে হত্যা করেছিলো ছাত্র মহলের খুশি ও আনন্দ গুলোকে। করোনা বিধি মেনেই স্কুলের চৌকাঠ পেরোলেন সকল শিক্ষক-শিক্ষিকা সহ, স্কুলের ছাত্র ছাত্রীরা। ব্যাগ কাঁধে সাইকেল চালিয়ে, আনন্দের সাথে আবার নতুন করে
নিজের স্কুলের ব্রেঞ্চকে আপন করে নিতে। স্কুলে যেতে দেখা গেলো দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।স্কুলের ছাত্র ছাত্রীরা বলেন এ যেনো এক ঘোর অন্ধকার কাটলো আমাদের জীবনের। ঘরে ঢুকে থেকে দম বন্ধ হচ্ছিলো।
মনে হচ্ছিলো যেনো সব হারিয়ে ফেলছি। আজ ভীষণ আনন্দ হচ্ছে স্কুল খুলে। ফিরে পেলাম সেই হারানো দিন গুলো। ফির পেলাম সেই স্কুলের বন্ধুদেরকে।কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার ঘোষ বলেন।
স্কুল খুলার প্রথম দিনে, স্কুলে উপস্থিত হয়েছিলেন ২৫ শতাংশ ছাত্র-ছাত্রী। স্কুলে খুলে সবাই ভীষণ খুশি। উপস্থিতির সংখ্যা ধীরে ধীরে আরো বাড়বে। করোনা বিধি মেনেই ক্লাস রুমে ঢোকানো হচ্ছে ছাত্র ছাত্রীদের।