পৌরসভা নির্বাচনের আগেই বর্তমানের কথার উদ্যোগে ভোট শুরু কালিয়াগঞ্জ।
1 min readপৌরসভা নির্বাচনের আগেই বর্তমানের কথার উদ্যোগে ভোট শুরু কালিয়াগঞ্জ
তনময় চক্রবর্তী পৌরসভা নির্বাচনের আগেই বর্তমানের কথার উদ্যোগে ভোট শুরু কালিয়াগঞ্জ। প্রতিদ্বন্দ্বিতা করছেন কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল, বর্তমান কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক শচীন সিংহ রায় এবং কালিয়াগঞ্জ তৃণমূল শহর -সভাপতি সুজিত সরকার। এই ভোট গ্রহণ চলবে ২৪ঘন্টা। আগামীকাল দুপুর ১২টা ওবদি। এরপর ফলাফল ঘোষণা করা হবে। আজ বর্তমানের কথার উদ্যোগে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে একটি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব এর মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নেয়া হয়। প্রতিটি মানুষ তার নিজস্ব মোবাইল থেকে একটিমাত্র ভোট দিতে পারবেন। সেই ভাবে ভোট শুরু হয়েছে সকাল ১২ টা থেকে। এখন অব্দি ৬৪জন ভোট দিয়েছে।
আগামী দিনে কালিয়াগঞ্জ পৌরসভা র পৌরপতি হিসাবে কাকে চান ? আপনার মূল্যবান ভোটটি দিন। 👇🏽👇🏽👇🏽
https://www.youtube.com/channel/UCukcdrMysumCBQXIOcy070A/community
পৌর নির্বাচনের আগে কালিয়াগঞ্জ কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি এই বিচার করার জন্য বর্তমানের কথার উদ্যোগে এই উদ্যোগ নেয়া হয়েছে। এই ভোট কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তারা তাদের নিজস্ব মোবাইল থেকে অত্যন্ত গোপনভাবে ভোট দিচ্ছে তাদের নিজস্ব পছন্দমতো প্রার্থীকে। এখন অব্দি ৬৪ টি ভোট দিয়েছে সাধারণ মানুষ। তাকে দেখা যাচ্ছে সময় কে পিছনে ফেলে কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌর পতি কার্তিক চন্দ্র পাল ৬৯ শতাংশ ভোট পেয়ে অনেক এগিয়ে গিয়েছে তার প্রতিদ্বন্দ্বি বর্তমান কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক শচীন সিংহ রায় এবং কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকারের থেকে। বর্তমানের কথায় পক্ষ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে পৌরসভা নির্বাচনের আগে একবার আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেখুন না কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি কালিয়াগঞ্জ। তাই আর দেরি না করে আপনার স্মার্টফোনে বর্তমানের কথা লিংকে ক্লিক করে আপনার মূল্যবান ভোট দিন তাড়াতাড়ি।