চার লাখ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করলো কালিয়াগঞ্জ পুলিশ-
1 min readচার লাখ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করলো কালিয়াগঞ্জ পুলিশ-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ গত দুই দিনে নিষিদ্ধ বাজি উদ্ধার অভিযান চালিয়ে প্রচুর শব্দ বাজি বাজেয়াপ্ত করলো।যার আনুমানিক মূল্য চার লাখ টাকার অধিক।শুধু বাজি বাজেয়াপ্ত করেই ক্ষান্ত হয়নি।এই দুই দিনে কালিয়াগঞ্জ শহর থেকে তিনজন নিষিদ্ধ বাজি বিক্রেতাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ কোর্টে পাঠিয়ে দেওয়া হয়।
জানা যায় সম্প্রতি দিপাবলি সহ বিভিন্ন অনুষ্ঠানে সমস্ত রকমের বাজি বিক্রি ও বাজি ব্যবহারের উপর কলকাতা উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করার সাথে সাথে কালিয়াগঞ্জ পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে বাজি বাজেয়াপ্ত করতে অভিযানে নেমে পড়ে।
কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস জানান বাজির ব্যবহার নিষিদ্ধ শুধু দিপাবলিতেই নয় ছট পূজা, জগদ্ধাত্রী পূজা,বড়দিন সবেতেই এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে অতিমারী করোনার কারনে।তিনি বলেন তাদের নিষিদ্ধ বাজি উদ্ধার অভিযান প্রতিদিন চলতেই থাকবে।কালীপূজার মতই ছট পূজাতেও প্রচুর বাজির ব্যবহার হয়ে থাকে প্ৰতি বছর।কালিয়াগঞ্জ পুলিশের নিধিদ্ধ বাজি বন্ধ নিয়ে যে অভিযান চলছে তাকে অভিনন্দন জানিয়েছে কালিয়াগঞ্জ শহরের মানুষ।