যক্ষা রোগ নির্মূল করতে পথ নাটিকার মাধ্যমে সচেতনতা শিবির গ্রামেগঞ্জে-
1 min readযক্ষা রোগ নির্মূল করতে পথ নাটিকার মাধ্যমে সচেতনতা শিবির গ্রামেগঞ্জে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮ অক্টোবর:দীর্ঘ দিন বাদে উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কালিয়াগঞ্জ ব্লকের গ্রামেগঞ্জে পথ নাটি কার মাধ্যমে যক্ষ রোগ নির্মূল করবার জন্য সচেতনতা শিবির শুরু হয়।উত্তর দিনাজপুর জেলায় গত ২৫শে অক্টোবর থেকে যক্ষা রোগের সচেতনতা শিবিরের কাজ জেলার গ্রামাঞ্চলের সাথে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পথ নাটিকার মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করা হয়।নাট্যশিল্পী সমীর কর্মকার বলেন তারা স্বাস্থ দপ্তরের নির্দেশে
ইতিমধ্যেই ডালিমগাও,মালগাঁও,কুনোর হাট এলাকায় যক্ষা রোগের উপসর্গ কি,কি যেমন কাশি,কাশির সাথে রক্ত পড়ছে কিনা, ঘুষঘুসে জ্বর হয় কিনা।এই রোগের প্রাথমিক লক্ষনের কথা নাটকের মাধ্যমে মানুষকে আমরা তুলে ধরেছি।
এসব দেখা দিলেই পার্শবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসককে দেখাতে হবে অবশ্য অবশ্যই সে কথাও নাটকের মাধ্যমে বলা হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় আগামী ২০২৫ সালের মধ্যে যক্ষা মুক্ত ভারতবর্ষ গরবার ডাক দেওয়া হয়েছে।