কালিয়াগঞ্জে মহা সপ্তমীর দিন সকালে রক্তদানের মাধ্যমে পূজার সূচনা করলো কালিয়াগঞ্জ স্কুলপাড়া মহিলা পরিচালিত” অদ্রিজা ” দুর্গোৎসব পূজা কমিটি
1 min readকালিয়াগঞ্জে মহা সপ্তমীর দিন সকালে রক্তদানের মাধ্যমে পূজার সূচনা করলো কালিয়াগঞ্জ স্কুলপাড়া মহিলা পরিচালিত” অদ্রিজা ” দুর্গোৎসব পূজা কমিটি
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১২ অক্টোবর-রক্ত সঙ্কটের সমস্যা সমাধানে এবার এগিয়ে এসে মহা সপ্তমীর সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালযে কালিয়াগঞ্জ মহিলা পরিচালিত “অদ্রিজা” দুর্গোৎসব কমিটির সদস্যারা রক্ত দান শিবিরের আয়োজন করে।স্কুলপাড়া মহিলা পরিচালিত দুর্গোৎসবের সম্পাদিকা সাবিত্রী রায় জানালেন তাদের দুর্গাপূজা এবার ২৬ বছরে পদার্পন করলো।
যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন করোনা এখনো সম্পুর্ন শেষ হয়ে যায়নি তাই পূজার সময় দূরত্ব বজায় রেখে পূজার অনুষ্ঠান করতে হবে সেই কারণে এবারের পূজায় তারা কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেনি।
তার পরিবর্তে সরকারের পাশে দাঁড়িয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।: দুর্গোৎসব কমিটির সভাপতি কৃষ্ণা রায় বলেন তাদের আজকের রক্তদান শিবিরে মোট ৫০জন রক্তদাতা রক্ত দান করেন। কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার সমাজসেবী সন্তোষ বেঙ্গানি যিনি শতাধীকবারের বেশি রক্তদান করেছেন তিনি তার বক্তব্যে বলেন পূজার সময় যদি কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জের “অদ্রিজা” মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির মত রক্তদান শিবিরের আয়োজন করতো তাহলে রক্ত সঙ্কটের অনেকটাই সমাধান হতে পারতো।
মহিলাদের রক্তদান শিবিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গরিমা বেঙ্গানি তপতী নাগ সহ মহিলা পরিচালিত পরিচালিত দুর্গোৎসবের সমস্ত মহিলাগণ ।জানা যায় আজকের এই রক্তদান ট্রিপল ব্যাক পদ্বতিতে নেওয়া হয়।যে রক্তের প্যাকেটে তিন ধরনের রক্ত থাকে। জানা যায় পি আর বি সি- রক্ত -৩৫ দিন,এফ এফ পি-গ্রুপে রক্ত- ৩৬৫ দিন থাকে এবং প্লেট প্লেট-গ্রুপে রক্ত মাত্র ৫দিন থাকে বলে পার্থ প্রতিম রায়।