কালিয়াগঞ্জে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি
1 min readকালিয়াগঞ্জে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি
তপন চক্রবর্তী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত দাম বৃদ্ধি, কৃষকদের দাবি মেনে না নেবার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের তুঘলকি শাসনের প্রতিবাদে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ স্টেশন চত্বরে কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেসের ডাকে অবস্থান কর্মসূচি পালন করা হয়।কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচিত্তে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি তুলসী জয়সোয়াল,ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত,
কালিয়াগঞ্জ ব্লক যুব কংগ্রেসের সভাপতি গিরিধারী প্রামানিক,জেলা যুব নেতা সৌম্য দত্ত,মহিলা কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর নেত্রী মঞ্জুরী দত্ত দাম জেলা মহিলা কংগ্রেসের নেত্রী ধিতশ্রী রায় ওআযুব আনসারী। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পঙ্কজ পাল,প্রদীপ রায় ও বুল দত্ত সহ অনেকে। ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত তার বক্তব্যে বলেন আমাদের দেশের এমন একজন প্রধান মন্ত্রী হয়েছেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে যেমন তিনি কিছু বুঝতে পারেন না,চাষিদের ন্যায্য বা অন্যায্য দাবি কোনটি তার বোঝার ক্ষমতাও নেই।একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি অন্যদিকে পেট্রো পণ্যের দাম বৃদ্ধির ফলে মানুষ
দিশেহারা হয়ে পড়েছে।এর প্রতিবাদ স্বরূপ আমরা আজ পথে নেমে অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।কালিয়াগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল তার বক্তব্যে বলেন আগামী ২০২৪ কালিয়াগঞ্জসালে এ দেশের মাটি থেকে বিজেপিকে উৎখাত না করতে পারলে দেশের মানুষদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে বলেই তার বিশ্বাস।কালিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরে কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভে প্রচুর মানুষ অংশ গ্রহন করেন।কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে সন্ধ্যে ৭টা পর্যন্ত।