নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে কালিয়াগঞ্জের তিন সফল পর্বত অভিযাত্রীদের পৌর সম্বর্ধনা-
1 min readনেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে কালিয়াগঞ্জের তিন সফল পর্বত অভিযাত্রীদের পৌর সম্বর্ধনা–
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০ সেপ্টেম্বর:নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে কালিয়াগঞ্জের তিন সফল অভিযাত্রীদের সম্বর্ধনা দিল কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় বৃহস্পতিবার।তিন সফল অভিযাত্রী হলেন পার্থ প্রতিম রায়,দেবাশীষ পাল এবং পার্থ প্রতিম মোদক।জানা।যায় এই তিন পর্বত অভিযাত্রী রায়গঞ্জ হিমালযান মাউন্ট নেয়ারিং এন্ড ট্রেকার এসোসিয়েশনের সদস্য হিসেবে এরা
গত ১৯শে সেপ্টেম্বর নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়ে সফল হয়ে গত২৮শে সেপ্টেম্বর অভিযান শেষ করে ২৮শে সেপ্টেম্বর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় তিন পর্বতআরোহীদের সম্বর্ধনা দিয়ে বলেন আপনারা এবার উত্তর দিনাজপুর জেলার সুনাম সর্বত্র ছড়িয়ে দিয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছেন আগামীতে গোটা ভারতবর্ষের নাম উজ্জ্বলকরবেন সেটা খুব দূরে নেই।
সম্বর্ধনা অনুষ্ঠানে অপর পৌর প্রসাশক মন্ডলীর সদস্য ঈশ্বর রজক থাকলেও অপর তিন তিনটে পৌর প্রসাশক মন্ডলীর সদস্য বসন্ত রায়,কমল ঘোষ এবং রাজীব সাহাকে কেন আরপৌর প্রশাসকের পাশে দেখা যাচ্ছেনা বেশ কিছুদিন থেকেই।তাহলে কি এই তিনজন পৌর প্রসাশক মন্ডলির সদস্যরা পৌর প্রশাষক শচিন সিংহের তালিবানি শাসনের প্রতিবাদ স্বরূপ আর যাচ্ছেন না।এই আলোচনাই নাকি পৌর সভার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে বলে শোনা যাচ্ছে।