কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রামের বাসিন্দাদের বিশুদ্ধ জল দেবার জন্য “জল স্বপ্ন”প্রকল্পের মাধ্যমে ১৬টি জলাধার অনুমোদন
1 min readকালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রামের বাসিন্দাদের বিশুদ্ধ জল দেবার জন্য “জল স্বপ্ন”প্রকল্পের মাধ্যমে ১৬টি জলাধার অনুমোদন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের বিশুদ্ধ পানীয় জল দেবার উদ্দেশ্যে রাজ্য সরকারের ” জল স্বপ্ন” প্রকল্পের মাধ্যমে ৮টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ১৬টি জলা ধার নির্মাণের অনুমোদন এলো বলে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বৃহস্পতিবার জানান।দীপা সরকার বলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মাধ্যমে তারা গ্রামের মানুষদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তরে একটি প্রপোজাল পাঠিয়েছিলেন।
আজ তা অনুমোদন হয়ে আসায় স্বভাবতই তিনি খুশি।।পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন “জলস্বপ্ন’ প্রকল্প অনুযায়ী অনন্তপুর অঞ্চলে-৩টি,ধনকোল অঞ্চলে-২টি,রাধিকাপুর অঞ্চলে-২ টি,বোচাডাঙ্গা অঞ্চলে-২ টি, ভান্ডার গ্রাম পঞ্চায়েতে-১ টি মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতে-২ টি,বরুনা অঞ্চলে-১ টি এবং মালগাঁও অঞ্চলে-৩ টি জলাধার অনুমোদন হয়েছে বলে দীপা সরকার জানান।এর ফলে কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে এই কাজ সম্পন্ন হলে বিশুদ্ধ পানীয় জলের আর কোন সমস্যাই থাকবেনা বলে জানান।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন এই ১৬ টি জলাধারের সাথে পাইপ লাইনের যে সমস্ত কাজ সেগুলি সব কিছু শেষ করবার সময় বেঁধে দেওয়া হয়েছে।যা আগামী ২০২৪ সালের আগেই শেষ করতে হবে নির্দেশে তাই বলা হয়েছে।কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক মহাসচিব হিরন্ময় সরকার(বাপ্পা) বলেন তৃণমূলের মা মাটি মানুষের সরকারের আমলে আমাদের কালিয়াগঞ্জের তৃণমূল নেতৃত্ব যে ভাবে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ শুরু করেছে এবং করতে চলেছে তাতে শহরের মানুষদের সাথে সাথে গ্রামের মানুষজনও প্রচন্ড খুশি বলে জানান।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের সর্বত্র চলছে উন্নয়ন আর উন্নয়ন যা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন।আমরা তার স্বপ্নকে বাস্তবায়িত করতে শুধুমাত্র অনুগত সৈনিকের কাজ করে চলেছি মাত্র।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির কাজ পাগল সভাপতি দীপা সরকার বলেন কালিয়াগঞ্জ ব্লকের সর্বত্র আরো বেশ কয়েকটি স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে উপ-স্বাস্থ্য কেন্দ্র খোলার ব্যবস্থাও করেছি বলে জানান।