প্রকাশ হল প্রথম বাংলা শব্দছক নির্ভর ত্রৈমাসিক পত্রিকা “শব্দবাণ”
1 min readপ্রকাশ হল প্রথম বাংলা শব্দছক নির্ভর ত্রৈমাসিক পত্রিকা “শব্দবাণ”-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩ সেপ্টেম্বর: সম্প্রতি ক্যামাক স্ট্রীটের একটি অফিসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হল প্রথম বাংলা শব্দছক নির্ভর ত্রৈমাসিক পত্রিকা শব্দবাণ। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের হাত ধরে শুরু হল শব্দবাণের পথচলা।পত্রিকার সম্পাদক যাদবপুর সন্তোষপুরের বাসিন্দা শুভজ্যোতি রায়। তাঁর এই অভিনব প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়ে কুণাল ঘোষ বলেন, “অনেকের নেশা রয়েছে শব্দছকের সমাধান।
এখন শব্দছক নিয়ে আস্ত একটা পত্রিকা। এইরকম অভিনব উদ্যোগের জন্য শুভজ্যোতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি।” উল্লেখ্য, বাংলা ভাষায় শব্দছক নিয়ে কোন পত্রিকা বইবাজারে নেই। শুভজ্যোতি সেই শূন্যতা পূরণ করলেন।শব্দবান পত্রিকা এই প্রথম প্রকাশের দুঃসাহসিক উদ্যোগ নেওয়ায় পত্রিকার সম্পাদক শুভজ্যোতি রায়কে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন মহল থেকে অভিনন্দনের পর অভিনন্দন পাঠানোয় সম্পাদক শুভজ্যোতি রায় খুশি।তিনি বলেন তার দায়িত্ব অনেকটাই বৃদ্ধি পেল পত্রিকার জগতে।