সুভাষগঞ্জে কুলিক নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো
1 min readসুভাষগঞ্জে কুলিক নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো
সুভাষগঞ্জে কুলিক নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।স্থানীয় সূত্রে খবর,সোমবার দুপুরে কুলিকে স্নান করতে নেমে তলিয়ে যায় রায়গঞ্জে বাসিন্দা মহাদেব ঘোষ নামে বছর ৩৬ এর যুবক।এরপর পুলিশ তল্লাশি চালালে গতকাল দেহ উদ্ধার হয়নি।
আজ সকালে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক দেহ উদ্ধার কাজে নামলেও হঠাৎ করে একাই দেহ জলে ভেসে ওঠে।এই ঘটনায় মহাদেব ঘোষের ভাই কমল ঘোষ জানান,”গতকাল দাদা দুপুর বারোটা নাগাদ কুলিকে স্নানে নামার পর থেকে নিখোঁজ।আমরা খবর পেয়ে আসি কাল দেহ উদ্ধার হয়নি।আজ পুলিশ এসে উদ্ধারে নামে।” রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়েছে।