কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সমিতিতে রক্তদান শিবির
1 min readকালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সমিতিতে রক্তদান শিবির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮ আগস্ট: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোডে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রম সমিতিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বেলুর মঠের
রামকৃষ্ণ আশ্রমের রায়গঞ্জ মিশনের প্রধান শ্রীমৎ শিবমত্তা নন্দজী মহারাজ।রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের অত্যাধুনিক ব্লাড মোবাইল কারের ভেতরে।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ গৌতম মজুমদার,জেলার শ্রেষ্ঠ ব্লাড ডোনার সন্তোষ ব্যাজ্ঞানী,
গরিমা ব্যাজ্ঞানী রামকৃষ্ণ সেবাশ্রম সমিতির সভাপতি সুধীব্রত ঘোষ,এবং সম্পাদক প্রাণকৃষ্ণ ভৌমিক সহ বিশিষ্ট জনেরা।রক্তদান শিবিরে মোট রক্তদান করেন ৫০জন বিশিষ্ট ব্যক্তিগণ।