December 27, 2024

দিনাজপুরের হারিয়ে যাওয়া লোকনাট্য চোখ -চুন্দি ও নটুয়া শিল্পীদের কলকাতা জয়

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–দিনাজপুরের হারিয়ে যেতে বসা লোক নাট্য পালা চোখ- চুনন্দি ও নটুয়া পালার গ্রাম্য শিল্পীরা  কোলকাতার রবীন্দ্র সদনের এক তারা মঞ্চে তাদের নাটক মঞ্চস্থ করে প্রসংসা কুড়ালেন।দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ড ব্লকের উদয় ভানু লোকনাজ দলের কর্নধার সৌরভ রায় বলেন কলকাতায় তারা অনেকবার খন পালা করে এসেছে।কিন্তু এবার অত্যন্ত সাহস করে একেবারে হারিয়ে যেতে বসা দিনাজপুরের অতি প্রাচীন লোকনাটক চোর-চুনদী ও নটুয়া নাটকের দল নিয়ে গিয়ে তা সুন্দর ভাবে মঞ্চস্থ করতে পেরেছি বলে সৌরভ বাবু জানান।তিনি বলেন নটুয়া একটি  ধাঁধা ও লোকনৃত্য সম্মিলিত উপস্থাপন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 যা খুব কম দেখা যায়।আর চোখ-চুনদী লোকনাটক সাধারণত কালীপূজার পরে গ্রামের রসিক মানুষজন থাকে তারা হারমোনিয়াম, বিভিন্ন বাদ্য যন্ত্র সহ গ্রামের পাড়ায় পাড়ায়  গান গাইবার জন্য বেরিয়ে পড়ে।এই দলে থাকে এক জন গায়ক ও তিনজন গ্রামের বকেটা ছোকরা থাকে তারা তাদের জীবনের ঘটনা ঘটে যাওয়া সমস্ত বিষয় নিয়ে গান বাধে। চোর-চুনন্দি নাটকে গত কুড়ি বছর ধরে নুতন কিছু করেনি।তবে এবার থেকে আবার শুরু করা হবে চোর-চুনদী ও নটুয়া নিয়ে।চোর-চুনদী দলের দল নেতা লোকনাথ সরকার বাউদিয়া রায় জানান সরকার আমাদের সাহায্য করছে তাই লোকসংস্কৃতি নিয়ে আমরাও চিন্তা ভাবনা এখন করি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দক্ষিণ দিনাজপুরের রাজবংশী সম্প্রদায়ভুক্ত অঞ্চল গুলিতেই লোক সংস্কৃতির ভান্ডার বলা যায়।দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সান্তনু চক্রবর্তী বলেন কলকাতার মঞ্চে চোর-চুনদী ও নটুয়া গান মঞ্চস্থ করে বাহবা কুড়াতে পারবে তা ধারণার অতীত।গত ২৪শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্দি থেকে ৩০জনের একটি চোর-চুন্নি ও নটুয়া দল যার কর্নধার ছিলেন লোকসংস্কৃতি গবেষক ও মঞ্চস্থ হওয়া নাটকের মূল অভিনেতা সৌরভ রায়।তিনিই  এই প্রথম চোর-চুনদী ও নটুয়া দলকে কলকাতার মঞ্চে নিয়ে যাবার দুঃসাহস দেখিয়ে সেখানকার উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা পেয়েছেন বলে তথ্য ও সংস্কৃতি আধিকারিক সান্তনু চক্রবর্তী জানান। তিনি বলেন পরপর দুটি নাটক মঞ্চস্থ করে দিনাজপুর জেলার চোর-চুন্নি ও নটুয়া লোক নাটক  করে জেলার হারিয়ে যাওয়া লোকসংষ্কৃতির মানকে তুলে ধরার চেস্টা করে তিনি সৌরভ বাবুকে অভিনন্দন জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *