এরাম একি হলো । রায়গঞ্জের ব্লক ছাত্র-যুব উৎসবে শেষ দিনে অনুষ্ঠানে কি হল জানেন ? চটুল গানের সাথে কারা কারা নাচলেন ?
1 min read
ছাত্র-যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে মহিলা সংগীত শিল্পীর সঙ্গে চটুল গানের নাছলেন একাধিক স্থানীয় তৃণমূল নেতা সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। রায়গঞ্জ ব্লক ছাত্র যুব উৎসব মঞ্চে মহিলা শিল্পীর সংগে চটুল নাচ এবং মঞ্চে টাকা ওড়ানোর ঘটনায় সমালোচনার ঝড় রায়গঞ্জে।রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির দাবি ছাত্র যুব উৎসব সুষ্ঠভাবে শেষ হয়েছে।পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের পর এই মঞ্চকে ব্যবহার করে এধরনে কুরুচিকর গাননাচ করে ঠিক কাজ করে নি।ছাত্র-যুব উৎসবে চটুল নাচ তৃণমূল নেতাদের, উড়ল টাকাও, বিতর্কশুক্রবার রাতে রায়গঞ্জ ব্লকের মহারাজা হাই স্কুলের মাঠে দু’দিনের ছাত্রযুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের মাঠে দর্শকদের সামনে এই আপত্তিকর ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের গান, নাচ কবিতা আবৃত্তি, লোকগান প্রভৃতির প্রতিযোগিতা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার জয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সন্ধ্যা থেকে স্থানীয় শিল্পীদের পরিবেশিত সংগীতানুষ্ঠান। শেষে বহিরাগত মহিলা সংগীতশিল্পী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন। সেইসময় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূলের ব্লকের যুব নেতা উৎসবের আহ্বায়ক তিলক সরকারকে মঞ্চে নাচ করতে দেখা যায়। সেইসঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী ফিরোজ শাহ এবং আরেক কর্মাধ্যক্ষ সত্যজিৎ বর্মন-সহ প্রমুখ নেতাদের মঞ্চে চটুল গানে হাত পা দুলিয়ে দর্শকের সামনে মঞ্চে নাচতে দেখা যায়। এমনকী এক নেতাকে মহিলা শিল্পীর গায়ে টাকা ছড়াতেও দেখা যায়।ওই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তো বটেই, দলের নেতার এমন আচরণের সমালোচনা করেছেন শাসকদলের অনেক স্থানীয় নেতাও।কংগ্রেস নেতা পবিত্র চন্দের অভিযোগ শুধু রায়গঞ্জ নয় সারা রাজ্য জুড়েই এধরনের অপসংস্কৃতির পরিবেশ তৈরী করেছে।সিপিএম প্রভাবিত যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর নেতা প্রানেশ সরকারের অভিযোগ,বামফ্রন্ট সরকার ছাত্র যুবদের প্রতিভা বিকাশের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সরকার এই অনুষ্ঠানটি রাজনোতিক অনুষ্ঠানে পরিনত করেছে।ছাত্র যুবদের বিকাশের বদলে তৃনমূল কংগ্রেসের নেতা কর্মিদের ফুর্তির জায়গা হয়েছে।রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ দাবি ছাত্র যুব উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।গতকাল রাতে সভাধিপতির উপস্থিতিতে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।তারপর এই মঞ্চকে ব্যবহার করে চটুল নাচে মেতেছে যা কখনই কাম্য নয়।এই সংস্কৃতিকে তাদের দল সমর্থন করে না।গত ২৭ ডিসেম্বর রায়গঞ্জ ব্লকে অনুষ্ঠিত হয় ব্লক ছাত্র যুব উৎসব।গতকাল এই অনুষ্ঠানে সমাপ্তি হয়।সমাপ্তি অনুষ্ঠানের পর মালদা জেলার মহিলা শিল্পী মিস পূর্নিমার গানের সংগে চটুল নাচে মেতে ওঠেন এবং শিল্লীকে উদ্দেশ্য করে টাকা ওড়াতে দেখা গেছে ছাত্র যুব অনুষ্ঠানের উদ্যোক্তরা।তৃনমূল কংগ্রেসের নেতা কর্মিরা এই এই চটুল নাচে অংশ নেওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনার ঝড় উঠেছে।। তবে মঞ্চে চটুল নাচের বিষয়টি অস্বীকার করেছেন রায়গঞ্জের ছাত্র-যুব উৎসবের আহ্বায়ক ও তৃণমূল নেতা তিলক সরকার। তাঁর দাবি, “মঞ্চে সুন্দর একটা অনুষ্ঠান হল, এটা নিয়ে এত কথা বলার কী আছে? দু’দিন ধরে পরিশ্রম করলাম। সেটা নিয়ে তো কেউ কিছু বলছেন না।” ”