মানুষের মতামত কে সমান গুরুত্ব দিয়ে রাজনীতির উর্ধে উঠে কালিয়াগঞ্জ এর উন্নয়ন করা উচিত বললেন কালিয়াগঞ্জের বিশিষ্ট সিপিআইএম নেতা দিলীপ দাস
1 min read
তন্ময় চক্রবর্তী ঃ- একটি জায়গার উন্নয়ন তখন ই সাবিক ভাবে হবে যখন সেই জায়গার প্রত্যেকটি মানুষের মতামত কে সমান গুরুত্ব দেওয়া হবে রাজনীতির
উর্ধে উঠে।এমন মন্তব্য করলেন কালিয়াগঞ্জের বিশিষ্ট সিপিআইএম নেতা দিলীপ দাস।এক একান্ত
সাক্ষাৎকারে তিনি বলেন উন্নয়ন হোক তারাও চান ।উন্নয়নের ক্ষেত্রে কোন বিরোধিতা করবে না সিপিআইএম দল।তিনি আরো বলেন ছোট্ট কালিয়াগঞ্জ কে সাজানোর দায়িত্ব সকলের।তিনি কালিয়াগঞ্জের পৌরোপতির উদ্দেশ্যে বলেন তিনি যেন সকলের পৌরপতি হয়ে উঠেন । কারন দল ও প্রশাসন এক জিনিস নয়।প্রশাসক হয়ে যখন তিনি কাজ করবেন তখন যেন তিনি মনে না করেন span>তিনি শুধুমাত্র একটি দলের কথা শুনবেন ।
উর্ধে উঠে।এমন মন্তব্য করলেন কালিয়াগঞ্জের বিশিষ্ট সিপিআইএম নেতা দিলীপ দাস।এক একান্ত
সাক্ষাৎকারে তিনি বলেন উন্নয়ন হোক তারাও চান ।উন্নয়নের ক্ষেত্রে কোন বিরোধিতা করবে না সিপিআইএম দল।তিনি আরো বলেন ছোট্ট কালিয়াগঞ্জ কে সাজানোর দায়িত্ব সকলের।তিনি কালিয়াগঞ্জের পৌরোপতির উদ্দেশ্যে বলেন তিনি যেন সকলের পৌরপতি হয়ে উঠেন । কারন দল ও প্রশাসন এক জিনিস নয়।প্রশাসক হয়ে যখন তিনি কাজ করবেন তখন যেন তিনি মনে না করেন span>তিনি শুধুমাত্র একটি দলের কথা শুনবেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাকে শুনতে হবে শহরের বিশিষ্ট নাগরিক দের কথাও।তাই শহরে মাঝে মাঝেই বিশিষ্ট নাগরিকদের নিয়ে নাগরিকসভা করা উচিত তার ,তবেই মানুষের পৌরপতি মর্যদা পাবেন।তিনি বলেন তিনি শুনেছেন রাজ্য সরকার নাকি শহরের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু বর্তমানে সেই টাকায় উন্নয়ন হচ্ছে একেবারেই অবৈজ্ঞানিক উপায়ে।যার সামনেটা চক চক আর ভেতরে ফাঁপা।এমন ভাবে চলতে থাকলে শহরে প্রকৃত উন্নয়ন কখনো হবে
না।তিনি বলেন বিগত দিনে কালিয়াগঞ্জে সিপিআইএম দল তাদের সীমিত ক্ষমতার মধ্যে উন্নয়ন যতটুকু করেছিল কালিয়াগঞ্জে সবটাই কালিয়াগঞ্জের নাগরিকদের মতামত নিয়ে।কিন্তু আজ শহরের নাগরিকরা কোন গুরুত্ব পাচ্ছে না তাদের মতামত কে প্রাধান্য দেওয়া হচ্ছে না।এটা ঠিক না ।এতে আগামীদিনে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছে।দিলীপ বাবু বলেন ,কালিয়াগঞ্জে যখন সিপিআইএম এর নোমিনেটেড পৌরবোর্ড ছিল।যার পৌরোপতি ছিলেন তৎকালীন অশোক ঘোষ ।সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে তাকে একটা শহরবাসীর উন্নয়নের সব দিকে খেয়াল রাখতে হয়েছিল।কিন্তু পরবতী তে মানুষ বামপন্থীদের উপর থেকে ভুল বুঝে মুখ ঘুরিয়ে নিয়েছিল।কিন্তু আজ যে সমস্ত কালিয়াগঞ্জের উন্নয়ন হছে তার সবকটি পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই সময়।আসলে আজকের মত এত কোটি কোটি টাকা সেই সময় খরচ করা যেত না ।কারন নানান নিয়মের ফস্কা গিরায় বাধা ছিল।তখন মাঝে মাঝেই নাগরিক সভার ডাক দেওয়া হত।উন্নয়নের ক্ষেত্রে মানুষের মতামত কে গুরুত্ব সহকারে প্রাধান্য দেওয়া হত।কিন্তু আজ সেই সব ইতিহাস ।বতর্মানে আর সেই সব দিন নেই ।আজ যেটা আছে সেটা হল মস্তানরাজ।চাওয়া পাওয়ার রাজনীতি চলছে দলীয় আর্দশ কে জলজ্বলি দিয়ে।এখন জোর যার মুলুক তার । এই ভাবা বেগ কে কাজে লাগিয়ে শহরের উন্নয়ন হছে।স্হানীয় মানুষের মতামতের এখানে কোন দাম নেই।যদি নাগরিকদের মতামত গুরুত্ব পেত।দিলীপ দাস বলেন কালিয়াগঞ্জ নাকি হাসপাতালে উন্নয়ন হচ্ছে শুনছি কিন্তু হাসপাতালে ডাক্তার কই ডাক্তার না এনে বাইরে চকচক করে সাধারণ মানুষের কী সমস্যার সমাধান হবে তাই অবিলম্বে কালিয়াগঞ্জ বাসীর স্বার্থে ডাক্তারের প্রয়োজন । নচেৎ হাসপাতালের বাইরে উন্নয়ন দিয়ে মানুষের সমস্যা মিটবে না । দিলীপবাবু টাউন হল প্রসঙ্গে বলেন এ তো শুনছি হয়েই চলছে। কবে শেষ হবে তার কোন ইয়াত্তা নেই। উদ্যোগের অভাব রয়েছে। এছাড়া দিলীপ বাবু বাবু বলেন শুনছি কালিয়াগঞ্জ নাকি একটি শ্রীমতি নদীতে সুইমিংপুল হচ্ছে কিন্তু সেখানে কতটা সুমিংপুল গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন রয়েছে । আদৌ কি সম্পূর্ণ হবে এই কাজ ? অপরদিকে দিলীপ বাবু বলেন কালিয়াগঞ্জ এর বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত রাস্তাঘাট গুলি রয়েছে তার অবস্থা খুবই খারাপ চলা ফেরা করায় দায় এখন।
না।তিনি বলেন বিগত দিনে কালিয়াগঞ্জে সিপিআইএম দল তাদের সীমিত ক্ষমতার মধ্যে উন্নয়ন যতটুকু করেছিল কালিয়াগঞ্জে সবটাই কালিয়াগঞ্জের নাগরিকদের মতামত নিয়ে।কিন্তু আজ শহরের নাগরিকরা কোন গুরুত্ব পাচ্ছে না তাদের মতামত কে প্রাধান্য দেওয়া হচ্ছে না।এটা ঠিক না ।এতে আগামীদিনে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছে।দিলীপ বাবু বলেন ,কালিয়াগঞ্জে যখন সিপিআইএম এর নোমিনেটেড পৌরবোর্ড ছিল।যার পৌরোপতি ছিলেন তৎকালীন অশোক ঘোষ ।সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে তাকে একটা শহরবাসীর উন্নয়নের সব দিকে খেয়াল রাখতে হয়েছিল।কিন্তু পরবতী তে মানুষ বামপন্থীদের উপর থেকে ভুল বুঝে মুখ ঘুরিয়ে নিয়েছিল।কিন্তু আজ যে সমস্ত কালিয়াগঞ্জের উন্নয়ন হছে তার সবকটি পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই সময়।আসলে আজকের মত এত কোটি কোটি টাকা সেই সময় খরচ করা যেত না ।কারন নানান নিয়মের ফস্কা গিরায় বাধা ছিল।তখন মাঝে মাঝেই নাগরিক সভার ডাক দেওয়া হত।উন্নয়নের ক্ষেত্রে মানুষের মতামত কে গুরুত্ব সহকারে প্রাধান্য দেওয়া হত।কিন্তু আজ সেই সব ইতিহাস ।বতর্মানে আর সেই সব দিন নেই ।আজ যেটা আছে সেটা হল মস্তানরাজ।চাওয়া পাওয়ার রাজনীতি চলছে দলীয় আর্দশ কে জলজ্বলি দিয়ে।এখন জোর যার মুলুক তার । এই ভাবা বেগ কে কাজে লাগিয়ে শহরের উন্নয়ন হছে।স্হানীয় মানুষের মতামতের এখানে কোন দাম নেই।যদি নাগরিকদের মতামত গুরুত্ব পেত।দিলীপ দাস বলেন কালিয়াগঞ্জ নাকি হাসপাতালে উন্নয়ন হচ্ছে শুনছি কিন্তু হাসপাতালে ডাক্তার কই ডাক্তার না এনে বাইরে চকচক করে সাধারণ মানুষের কী সমস্যার সমাধান হবে তাই অবিলম্বে কালিয়াগঞ্জ বাসীর স্বার্থে ডাক্তারের প্রয়োজন । নচেৎ হাসপাতালের বাইরে উন্নয়ন দিয়ে মানুষের সমস্যা মিটবে না । দিলীপবাবু টাউন হল প্রসঙ্গে বলেন এ তো শুনছি হয়েই চলছে। কবে শেষ হবে তার কোন ইয়াত্তা নেই। উদ্যোগের অভাব রয়েছে। এছাড়া দিলীপ বাবু বাবু বলেন শুনছি কালিয়াগঞ্জ নাকি একটি শ্রীমতি নদীতে সুইমিংপুল হচ্ছে কিন্তু সেখানে কতটা সুমিংপুল গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন রয়েছে । আদৌ কি সম্পূর্ণ হবে এই কাজ ? অপরদিকে দিলীপ বাবু বলেন কালিয়াগঞ্জ এর বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত রাস্তাঘাট গুলি রয়েছে তার অবস্থা খুবই খারাপ চলা ফেরা করায় দায় এখন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});