December 26, 2024

ম্যাগি স্বাস্থ্যকর নয় আবারো প্রমাণিত

1 min read
ম্যাগিকে একটি স্বাস্থ্যকর খাবার  নয়। ম্যাগিতে মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুকামেট রয়েছে।২০১৫ সালে নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে উঠেছিল।অভিযোগ ছিল ম্যাগির মোড়কে ভুল তথ্যের উল্লেখ করেছিল নেসলে। যার জন্য নেসলে কমপানী র বিরুদ্ধে৬৪০ কোটি টাকার জরিমানা করেছিল ক্রেতাসুরক্ষা দফতর।সেই সময় আদালতেরসেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবারো আদালতে গিয়েছিল নেসলে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সুপ্রিম কোর্টের নির্দেশে ফের বিপাকে ম্যাগি-র নির্মাতা সংস্থা নেসলে ইন্ডিয়া। বৃহস্পতিবার নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা দফতরের দায়ের একটি মামলার শুনানির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে সর্বোচ্চ আদালত।  এদিন আদালতে নেসলের আইনজীবী স্বীকার করে নেন, ম্যাগিতে ক্ষতিকারক সিসা ছিল।  এর পরই মামলার শুনানির ওপর থেকে স্থগিতাদেশ তোলার নির্দেশ দেন বিচারপতি। ক্রেতাসুরক্ষা দফতরের তরফে জানানো হয়, ম্যাগিকে একটি স্বাস্থ্যকর খাবার বলে প্রচার করত নেসলে। যা সত্য নয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *