কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চয়েতে এস সি ,এস টি ও ওবিসি সার্টিফিকেট প্রদান
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে দীর্ঘ দিন ধরে এস সি,এস টি ও ও বি সি সার্টিফিকেটে দেওয়া বন্ধ থাকায় গ্রামে গঞ্জের মানুষদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিনতু বর্তমানে কালিয়াগঞ্জ ব্লকে সম্প্রতি একজন কাজের মানুষ বলে পরিচিত সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্ন কুমার ধারা আসার ফলে সেই সমস্যা সমাধানে উদ্দোগ গ্রহণ করলেন।জানা যায় গত ২৮সে ডিসেম্বর থেকে কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের সর্বত্রই ক্যাম্প করে সেই সার্টিফিকেট দেবার কাজ সম্পন্ন করলেন বলে জানা যায়।জানা যায় ৪ঠা জানুয়ারি এই সার্টিফিকেটে বিতরণ করবার শেষ দিন নির্ধারিত করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার মুস্তফানাগর ও মালগাঁও গ্রাম পঞ্চায়েতে এই সার্টিফিকেট দেবার কাজ চলছে।কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্ন কুমার ধারা বলেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে দুইদিন করে সার্টিফিকেট দেবার কর্মসূচি গ্রহণ করায় এই সমস্যার সমাধান করা হয়েছে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});