December 26, 2024

পরিকাঠামো থাকা সত্বেও রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহি বাণিজ্য চালু করবার কোন উদ্যোগ নেই ব্যবসায়ী মহলের—

1 min read

তপন চক্রবর্তীউত্তর দিনাজপুরভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য চালু করবার কোন উদ্যোগ উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহলের আজ পর্যন্ত দেখা যায়নি পরিকাঠামোগত সব রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও

অথচ যখন উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্তে ছিল না টাঙ্গন নদীর উপর সেতু এবং প্রশস্ত পাকা রাস্তা সেই সময় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কালিয়াগঞ্জ এর ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাশমুন্সি কি করে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য স্থাপন করা যায় তার জন্য নানাভাবে উদ্যোগ গ্রহণ করেছিলেন

অথচ এখন যখন ভারতবাংলাদেশ সীমান্তের রাধিকাপুর টাঙ্গন নদীর 
উপর সেতু এবং প্রশস্ত রাস্তা তৈরি করা হয় তার পরেও উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহল অর্থাৎ উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যাপারে কোনো রকম ভূমিকা দেখা যায় না জানা যায় রাধিকাপুর দিয়ে বাংলাদেশের সাথে বহি বানিজ্য স্থাপন করা হলে রাধিকাপূর্ব দিয়ে বাংলা দেশে যেতে একদিকে যেমন যথেষ্ট সময় কম লাগবে তেমনি আর্থিক দিক থেকেও ব্যবসায়ীরা সুবিধা পেতে পারে

জানা যায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি জীবিত থাকাকালে তিনি রাধিকাপুর সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য স্থাপন করা যায় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে চিঠিপত্র দিয়ে অবহিত করেছিলেনসেই সময় কালিয়াগঞ্জ একটি বহির্বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে কমিটির তৈরি করা হয়েছিল যার চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভা প্রাক্তন পৌর পিতা অরুণ কুমার দে সরকার আজ সমস্ত কিছু তৈরি হওয়া সত্ত্বেও রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য স্থাপন করার ব্যাপারে একদিকে যেমন কোন রাজনৈতিক নেতার মাথা ব্যাথা নেই, ঠিক তেমনি মাথা ব্যাথা নেই উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহলের


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অথচ উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী মহল যৌথভাবে একটু চেষ্টা করলেই উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য স্থাপন করবার যথেষ্ট সম্ভাবনা ছিল এতদঞ্চলের ব্যবসায়ী মহলের বক্তব্য এই সময় যদি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি জীবিত থাকতেন তাহলে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য স্থাপনের কাজ অনেক দূর এগিয়ে যেতে পারতো 
বলেই তাদের দৃঢ় ধারণা ব্যাপারে উত্তর দিনাজপুর চেম্বার অব কমার্স এর সাধারন সম্পাদক শংকর কুন্ডু এক সাক্ষাৎকারে বলেন তারা বহির্বাণিজ্য স্থাপনের ব্যাপারে একদম চুপচাপ বসে নেইইতিমধ্যেই তারা চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন বলে জানান চেম্বার অব কমার্স এর সাধারন সম্পাদক শংকর কুন্ডুকালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন বর্তমানে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলা দেশের সাথে বহি বাণিজ্য স্থাপন করার ক্ষেত্রে কোন অসুবিধা থাকার কথা নয় উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় চিঠিও দিয়েছে রাধিকাপুর সীমান্ত দিয়ে বহি বাণিজ্য শুরু করা হলে ব্যবসায়ীরা কি কি সুবিধা পেতে পারেসুনীলবাবু বলেন খুব শীঘ্রই আমরা ব্যবসায়ী মহল জেলা শাসকের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা বসবো বলে জানানতিনি বলেন প্রয়োজন হলে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে রাধিকাপুর সীমান্ত দিয়ে অবিলম্বে বহিবাণিজ্য চালু করার দাবিতে ব্যাপক আন্দোলন করার কথাও ভাবা হচ্ছেসুনীলবাবু বলেন আমরা শুনেছি কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে কেন্দ্রীয় সরকার ভারত মালা সড়ক যোজনার মাধ্যমে ফোর লেন করবার উদ্দোগ নিতে চলেছেকালিয়াগঞ্জ ব্যবসায়ীদের দাবি উন্নয়নের স্বার্থে ফোর লেন হোক তবে তা যেন বাইপাসের মাধ্যমেই হয়ব্যবসায়ীদের ভাত মেরে কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ফোর লেন যাঁরা কোন ভাবেই মেনে নেবনা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *