December 26, 2024

করনদীঘির রাহুল সাংস্কৃত্যায়ন মঞ্চে আদিবাসী ভাষায় নাটক প্রতিযোগিতা

1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর জেলার অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের উদ্দ্যগে ও করন দীঘি ব্লক ও পরিচালনা কমিটির পরিচালনায়  করনদীঘির রাহুল সাংস্কৃত্যায়ন মঞ্চে২৪ তম আদিবাসী একাঙ্ক নাটক প্ৰর্তিযোগীতা অনুষ্ঠিত হল গত সোমবার।আদিবাসী(সাঁওতালি)নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করনদীঘির বিধায়ক মনোদেব সিংহ,করন দীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব এম ডি কামারুজ্জামা,সহ সভাপতি  স্যামুয়েল মাড্ডি,উত্তর দিনাজপুর জেলার পি ও এবং ডি ডব্লিউ ও প্রদীপ কুমার দাশ করণদিঘির  সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় মোক্তান ও জেলা পরিষদ সদস্য ভবেন ঘোষ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ। ইটাহার,করনদীঘি,হেমতাবাদ সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী নাট্য দলগুলির কলাকুশলীরা আদিবাসী(সাঁওতালি) ভাষায় অসাধারন নাটক মঞ্চস্থ করলে উপস্থিত দর্শকরা এক কথায় মুগ্ধ হন।আদিবাসী নাটক দেখবার জন্য আদিবাসী সমাজের মানুষ ছাড়াও অন্যন্য সম্প্রদায়ের মানুষও  আদিবাসী নাটক দেখবার জন্য উপস্থিত হয়।আদিবাসী নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে ইটাহার ব্লকের সরাইদীঘি১১বাসর ড্রামা দল,দ্বিতীয় স্থান দখল করে  হেমতাবাদের ভারত জাকাত মাঝি পরগনা মহল ও তৃতীয় স্থান দখল করে করনদীঘি ব্লকের  হরিয়ার সাকাম আদিবাসী নাটকের দল।আদিবাসী নাটক প্ৰর্তিযোগীতাকে ঘিরে  করনদীঘিতে ছিল মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *