কালিয়াগঞ্জের প্রদীপ সংঘের উদ্দ্যোগে ১৬দলীয় ব্যাডমিন্ট টুর্নামেন্ট
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মনিবাগে প্রদীপ সংঘের উদ্যোগে ১৬দলীয় দিবারাত্রি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবি ঃ-শঙ্কর গুপ্তা |
তিনি বলেন সব ভালো যার শেষ ভালো।অর্থাৎ খেলার শেষ মুহূর্ত পর্যন্ত যেন সুশৃঙ্খল ভাবেই খেলার পরিসমাপ্তি ঘটে।
ছবি ঃ-শঙ্কর গুপ্তা
উপস্থিত ছিলেন প্রবীণ ফুটবল খেলোয়াড় মিহির ভৌমিক, সমাজসেবী শ্যামা সিকদার।প্রদীপ সংঘের সম্পাদক বিপ্লব সাহা জানান তাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলায় শিলিগুড়ি, মালদা,বালুরঘাট এবং কালিয়াগঞ্জের মোট ১৬টি দল অংশ গ্রহন করেছে।খেলায় চ্যাম্পিয়ান দল পুরস্কারের সাথে প্রাইজ ম্যানি৫০০০(পাঁচ হাজার)এবং রানার্স দল পুরস্কারের সাথে ,৩০০০(তিন হাজার) টাকা পাবে বলে জানান।খেলা শুরু হবার পূর্বে ক্লাবের পতাকা উত্তোলন এবং খেলার উদ্বোধক ব্যাডমিন্টন খেলার মাধ্যমে প্রতিযোগীতার সূচনা করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});