আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্যের মুখ উত্তর দিনাজপুরের
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে ইন্টার ন্যাশনাল স্পোর্স চ্যাম্পিয়নশিপ ২০১৯ এর ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ৫ও৬ই জানুয়ারী।এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ইনৌহা-সিতো-রিও ক্যারাটে প্রতিষ্ঠান থেকে মোট ১৮জন প্রতিযোগী অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় কুমেটা বিভাগে১০টি সোনা ও দুইটি রুপো এবং কাটা বিভাগ ৫টি সোনা ও ৪টি রুপো সংগ্রহ করে। কুমেটা বিভাগে সোনা পেয়েছে সাথি বর্মন,স্বস্তিক মন্ডল,অঙ্কুরাভ দে, সৃজন দত্ত,পরাগ বিশ্বাস,সুচিত্রা ঝাঁ, দীপ সরকার বিপুল কুমার সরকার মহিমা বর্মন ও অভিজিৎ বর্মন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিনন্দন সরকার জয়িতা অধিকারী এই বিভাগের রুপো জিতেছে।ক্যারাটে প্রতিযোগিতায় কাটা বিভাগে সোনা পেয়েছে হৈমন্তী শুক্লা বর্মন স্বপ্নিল সিং, জয়িতা অধিকারী তুষার বর্মন ও মহিমা বর্মন এই বিভাগে রুপো জিতেছে সুজন দাস অভিনন্দন সরকার রণদীপ রায় শুভম রায় চৌধুরী।রায়গঞ্জের ইনোহা-সিতো-রিও ক্যারাটে প্রতিষ্ঠানের কর্নধার দেবাশিস ওরাও জানায় তাদের প্রতিষ্ঠানের ১৮জন প্রতিযোগী মোট ২১টি পুরস্কার পাওয়ায় আমরা শুধু খুশি নই সমগ্ৰ রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মানুষ খুশি হয়েছে।রায়গঞ্জ পৌর সভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস বলেন রায়গঞ্জের ক্যারাটের খেলোয়াড়েরা যে সাফল্য দেখিয়েছে তাতে আমরা গর্বিত।আমাদের সোনার ছেলেমেয়েদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});