আগামী ১৯জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেসে যোগদানের আহ্বানে চোপড়ার কাঁচাকালীতে একটি সভা
1 min read
জয়দেব গোপ চোপড়া: আগামী ১৯জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেসে যোগদানের আহ্বানে চোপড়া ব্লক যুব ও ছাত্র সংগঠনের ডাকে একটি সভা অনুষ্ঠিত হল চোপড়ার কাঁচাকালীতে। সভায় প্রধান বক্তা ছিল চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির আবেদীন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূল ব্লক কোর কমিটির সভাপতি ও চেয়ারম্যান গোপাল সিংহ তাহের আহমেদ সহ ব্লক যুব ও ছাত্র নেত্রবর্গ। বিধায়ক তার বক্তব্যে বলেন, চোপড়ার মাঝিয়ালী অঞ্চলে সব থেকে বেশি উন্নয়নের কাজ হয়েছে শুধু মাঝিয়ালী অঞ্চলেই দুই বছরে ৪৫ কোটি টাকার কাজ হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবুও এখানকার কিছু কর্মী দল বিরোধী কাজ করছে যদি তারা এরপরেও সংযত না হন, তাহলে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সবশেষে একটি বিশাল রেলি বের করা হয়। মূল প্রচার ছিল ১৯জানুয়ারির ব্রিগেড যাওয়ার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});