শীতের আমেজে বনভোজনের আনন্দ মাতল কালিয়াগঞ্জ এর পান্ডারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর কচিকাঁচারা
1 min read
পিয়া গুপ্তা ঃ- শীত মানেই চড়ুই ভাতি ।আর শীতের আমেজ কে উপভোগ করতে কেই বা না চাই। সে ছোটরা হোক বা বড়রা। আনন্দ কারোর বাধা মানে না। তাই কনকনে শীতকে উপেক্ষা করে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম, মনোহরপুরের পান্ডারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের ছোট ছোট কচিকাঁচা, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করল স্কুল চত্বরেই।এদিন পিকনিকের পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীদের শীতের হাত থে
কে রক্ষা করতে স্কুল এর শিখক শিক্ষিকারা মিলে স্কুলের প্রায় ৭৬ জন ছাত্র ছাত্রীদের নিজেদের উদ্যোগে শীত বস্ত্র দান করেন।
এদিন একদিকে যেমন ছাত্র ছাত্রীদের জন্য যেমন ছিল পিকনিকের হরেক রকম মেনু তেমনি অন্য দিকে ছিল শীতের শীতবস্ত্র।তাই এদিন কচিকাঁচাদের কাছে ছিল বাঁধভাঙ্গা উচ্ছাস ও আনন্দ।
তাই সকাল থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিজেরাই নিজেদের সাধ্যমত একদিকে যেমন বেলুন নিয়ে এসে সাজিয়ে রাখেন, এদিন মিড ডে মিলের মেনু তে ছিল নতুনত্ব পালঙ্ক ডাল,চিকেন,ডিম ভাজা, চাটনী, খেজুরের মিস্টি।
এদিন ৭৬ জন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য রান্নার সমস্ত দায়িত্ব ছিল রান্নায় মাসীদে র হাতেই।তবে এদিন রান্নার সমস্ত দায়িত্ব শুধু রান্নার মাসী দের হাতেই ছিল না এদিন সেই রান্নার কোন মেনুতেই যাতে লবন বেশী না হয় তার জন্য সে তদারকি করছিলেন,স্কুলের শিক্ষিক শিক্ষিকারা ।
এদিন অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক শুভব্রত চক্রবতী ব্যস্ত থাকেন কখনো ছাত্র ছাত্রীদের একত্রিত করে জাতীয় সংঙ্গীত করাতে। কখনো বা আবার বিভিন্ন ছড়ার উপর গান করাতে।
কখনো বা আবার ছাত্র ছাত্রীদের দিয়ে নানা রকম মজাদার খেলা খেলতে।পান্ডারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভব্রত চক্রবতী জানান প্রতিদিন স্কুলে মিড ডে মিলের রান্না খাওয়ানো হয় বাচ্চাদের গতানুগতিক ভাবে কিন্তু এবারে মিড ডে মিলের পাশাপাশি ছাত্র ছাত্রীদের যেমন নতুন শীত বস্ত্র দেওয়া হল তেমনি খাবারে এবার নতুন নতুন রেসিপি ও ছাত্র ছাত্রীদের করে খাওয়ানো হল।
তাদের হাতে সেটাকে অনুসরণ করে আজ স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের পাতে খাওয়ানো হল ভেজেটেবল কড়াই। যা বাচ্চাদের মুখের স্বাদ পুরো পুরি পালটে দিবে।
তিনি জানান, গ্রামের কোন বাচ্চা যাতে স্কুল ছুট না থাকে তার জন্য নিয়মিত ভাবে স্কুলে পড়াশুনার পাশাপাশি মিড় ডে মিল খাওয়ানো হয়। ফলে প্রতিদিনই স্কুলে প্রায় সব বাচ্চারাই উপস্থিত থাকে।এদিকে একসঙ্গে 76 জন বাচ্চা একসঙ্গে বসে মিড ডে মিলে নতুন রেসিপিতে রান্না করা খাওয়ার খেয়ে দারুন খুশী।
তারা জানান প্রতিদিন তারা যা খাওয়া দাওয়া করে তার চেয়ে আজ একটু আলাদা স্বাদ তাদের লেগেছে। । এদিন পান্ডারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অভিনব কায়দায় মিড ডে মিল দেখতে হাজির হন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, যুগ্ম বিডিও পরিমল দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভব্রত চক্তবর্তী, বিদ্যালয়ের সম্পাদক ইউসুফ আলী, ব্লক মিডডেমিল আধিকারিক উৎপল সেন ও শ্রীহরি রায় ,জেলা পরিষদের সদস্য কমল সরকার সহ প্রমূখ,এদিন পান্ডারা স্কুলে সোয়েটার বিতরণ কর্মসূচীর মাঝে বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের চালু গাড়ি আস্তে চালান ,প্রান বাচান কর্মসূচীর প্রচার চালানো হইয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে।স্কুলের শিক্ষকমন্ডলীর এই মানবিক পদক্ষেপকে অন্যানদের কাছে দৃষ্টান্ত হোক এই প্রতাশ্যা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});