ক্ষুদিরাম ক্লাবের উত্তরবঙ্গ ভিত্তিক সঙ্গীত প্রতিযোগীতায় সাবর্নী সেরার সেরা-
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ক্ষুদিরাম ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উত্তরবঙ্গ ভিত্তিক সঙ্গীত প্রতিযোগিতায় কালিয়াগঞ্জের স্কুল পাড়ার সাবর্নী রায় বিচারকদের বিচারে সঙ্গীত বিভাগে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা যায় সাবর্নী রায় নজরুল গীতিতে প্রথম,লোকসঙ্গীত প্রথম, গান শুধু গানে-প্রথম ,রবীন্দ্র সঙ্গীতে দ্বিতীয়,ছড়ার গানে দ্বিতীয় ও শ্যামা সঙ্গীতে তৃতীয় স্থান যেমন পেয়ে প্রতিদিন উপস্থিত শ্রোতাদের তার সঙ্গীতের জাদুতে মুগ্ধ করতে পেরেছে, ঠিক একইভাবে সাবর্নী সমান দক্ষতা দেখিয়ে আবৃত্তি প্ৰর্তিযোগীতাতেও প্রথম স্থান দখল করতে সমর্থ হয়।সাবর্নী এখানেই থেমে থাকেনি সে তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগীতাতেও দ্বিতীয় স্থান দখল করে সবাইকে তাক করে দিয়েছে।সাবর্নী এত অল্প বয়সে যে ভাবে সঙ্গীত,অভিনয় ও আবৃত্তির ক্ষেত্রে তার অবাধ বিচরণের পারদর্শিতা দেখিয়েছে তাতে সমগ্র কালিয়াগঞ্জের সংগীত প্রেমী মানুষ সাবর্নীর এই অসাধারণ প্রতিভার জন্য তাকে অভিনন্দন জানিয়েছে বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});