tahsan-1-1-1

এবার  কি বিজেপিতে নাম লেখাচ্ছেন দেব ?‌

 রবিবার হলদিয়ায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা ঘিরেই জল্পনার পারদ চড়ছে।১১০০ কোটি খরচে এলপিজি টার্মিনাল তৈরি হয়েছে। যা সেদিন উদ্বোধন করবেন মোদি। সঙ্গে রয়েছে আরও বেশ কিছু কর্মসূচি।এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র নিয়েই জোর জল্পনা। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে তৃণমূল সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের।দেব কী করবেন তা নিয়েই শুরু হয় জোর জল্পনা। তিনি কি মোদির সভায় হাজির থাকবেন?‌ যোগ দেবেন বিজেপিতে?‌ এই সব প্রশ্নে যখন সোশ্যাল মিডিয়া উত্তাল তখন সৌমিত্র খাঁর টুইটের জবাব দেন দেব।

জানান, ৭ তারিখের সভায় থাকতে পারবেন না তিনি। কিন্তু ওই একই টুইটে লক্ষ্যনীয় ভাবে সৌমিত্র খাঁর ভূয়সী প্রশংসা করেন। দুজন ভিন্ন রাজনৈতিক মেরুর হলেও সৌমিত্রর জন্য গর্বিত তিনি। সাংসদ অভিনেতার সঙ্গে সৌমিত্রর অন্তরঙ্গ বন্ধুত্ব রয়েছে এমন দাবি দুজনের কেউই কখনও করেননি। তাই দেবের এহেন টুইট দেখে অনেকেই অবাক।বিজেপিতে যোগদান প্রশ্নে দেব মুখে কুলুপ আঁটলেও শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতারা জানাচ্ছেন অভিনেতা সাংসদের বিজেপিতে যোগ দেওয়া সময়ের অপেক্ষা। অন্যদিকে ফেসবুকে দেবের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, দেব প্রযোজিত ছবি ‘‌হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’‌ ছবির পরিচালক অনিকেত। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়ে ছবির একটি গানের লিরিক বদল করেছেন দেব। “কমলা বাহিনী” নামে ওই গানের কথা ও সুর প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমনের। অনিকেতের অভিযোগ, বিজেপিকে খুশি করতেই একক ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন দেব।একদিকে ফেসবুকে অনিকেতের তোপ। অন্যদিকে, মোদির হলদিয়ার সভায় দেবকে আমন্ত্রণ। সব মিলিয়ে রাজনীতির ময়দানে জল্পনা, শেষপর্যন্ত ঘাসফুলেই থাকছেন নাকি গেরুয়া শিবিরে পা বাড়াচ্ছেন ‘‌খোকাবাবু’‌ সাংসদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *