পাটনায় রায়গঞ্জ টাউন ক্লাব কালীঘাটকে ২–০গোলে হারিয়ে সেমিফাইনালে
1 min read
তপন চক্রবর্তী--বৃহস্পতিবার পাটনায় অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্টের ফুটবল খেলায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ টাউন ক্লাব কলকাতার কালীঘাটকে ২–০গোলে হারিয়ে সেমিফাইনালে উঠলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান খেলার প্রথমার্ধে দুটি গোল করে রায়গঞ্জ টাউন ক্লাবের শুভঙ্কর বর্মন ও শ্রীরাম সোরেন।কালীঘাট কোনভাবেই সুবিধা করে উঠতে পারেনি ।
আগামী কাল শুক্রবার রায়গঞ্জ টাউন ক্লাবের সাথে প্রথম সেমিফাইনালে খেলবে কলকাতার মোহনবাগান এ সি ক্লাব।অরিজিৎ বাবু বলেন মোট ১২টি দলের খেলা হচ্ছে বিহারের পার্টনার জলকরাতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খেলায় অংশগ্রহনকারী অন্যান্য দল গুলি হল রুরকেলা, বার্নপুর, সাহারা ইন্ডিয়া,ভিলাই,বিএসপি বোকারো প্রভৃতি।খেলাটি শুরু হয় গত ১১ইজানুয়ারী।শেষ হবে আগামী২০শে জানুয়ারী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});