December 26, 2024

গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৯৭ টি সোনার বাট সহ চার জন কে প্রেপ্তার করে বিধান নগর থানার পুলিশ

1 min read
নিজস্ব প্রতিনিধি (বর্তমানের কথা):  রাজকুমার আগরয়াল,  রাহুল আগরয়াল,  চুংচুং লেপচা,  সেবিন পলদেন ভুটিয়া নামে চার জন কে আটক করে পুলিশ।  বিধান নগর টোল প্লাজার সামনে গাড়িটিকে আটক করা হয়।  গাড়ির মধ্যেই চলছিল বেঁচা কেনা।  অবশ্য ক্রেতা গাড়ি থেকেই পালিয়ে যায়।  বাকি চার জন কে নিজেদের হস্তক্ষেপে নেয় পুলিশ।  যানা যায় তারা সবাই গ্যাংটক এর বাসিন্দা।  এরা সিকিম শিলিগুড়ি সহ বিভিন্ন অঞ্চলে এগুলি বিক্রির উদ্দেশ্যে এসেছিল।  ঘটনা স্থলেই অসুস্থ হয়ে পড়ে রাজকুমার আগরয়াল।  তিনি বর্তামানে হাসপাতালে চিকিৎসা ধীন।  অপর দিকে আজ সকালে সোনার বাট গুলিকে পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলি সম্মুর্ন ব্রঞ্চ।  সোনার জল করা।  যা সোনার দামে বিক্রি করতে যাচ্ছিল শিলিগুড়ি উদ্দেশ্যে।  এই নকল সোনা কে সামনে রেখে কোনো র‍্যাকেট কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *